promotional_ad

আগের চার বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চান মুশফিক

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা

১৭ ঘন্টা আগে
বাংলাদেশ যুব দল, বিসিবি

আগে থেকেই জানা ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাই অনুশীলনের নির্ধারিত সময়ের আগেই মিরপুরে হাজির হয়েছিলেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা।


এদিন মুশফিকুর রহিম নিজেই বিশ্বকাপ ট্রফি হাতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসেছেন হাস্যোজ্জ্বল মুখে। এরপর একে একে সব ক্রিকেটার ছবি তুলেছেন স্বপ্নের ট্রফির সঙ্গে। এক সঙ্গে মিলে গ্রুপ ছবিতেও অংশ নিয়েছেন তারা। ঢাকার মেঘলা দিনে বিশ্বকাপ ট্রফি আর ক্রিকেটারদের উচ্ছ্বাসে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছিল মিরপুরে।


promotional_ad

বিশ্বকাপ ট্রফি পাশে রেখে মুশফিক জানিয়েছেন এই বিশ্ব আসরে প্রত্যাশার কথা। তিনি মনে করেন নির্ধারিত দিনে ভালো খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ খেলেছেন মুশফিক। এবার দল হিসেবে আগের আসরগুলোকে ছাড়িয়ে যেতে চান তিনি।


আরো পড়ুন

তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা

২৪ মার্চ ২৫
মুশফিকুর রহিম,  মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মিরাজ

নিজের প্রত্যাশার কথা জানিয়ে মুশফিক বলেন, 'অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কাগজে কলমে যতই ভালো হই না কেন নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমি অনেক ভাগ্যবান যে সর্বশেষ চারটি বিশ্বকাপ খেলেছি। এ বছরও চাইবো যে আগের চারটি বিশ্বকাপের চেয়ে অনেক অনেক ভালো ফলাফল করতে। আমাদের সেই সামর্থ্য আছে সেই বিশ্বাস আছে। সবকিছুই নির্ভর করবে কীভাবে আমরা নির্দিষ্ট দিনে খেলি।'


আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশ অবশ্য ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে নিজেদের মিশন শুরু করবে। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ধারাবাহিক পারফরম্যান্স করেছে।


এই ধারাবাহিকতাই বড় স্বপ্ন দেখাচ্ছে মুশফিককে। বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটার বলেন, 'গুরুত্বপূর্ণ হলো আমরা যেন ভালোভাবে শুরু করি। আমরা যেহেতু অভিজ্ঞ দল, গত চার-পাঁচ বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা তো করাই যায় ভালো একটি ফলাফল করবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball