promotional_ad

ধারাবাহিকতার অভাবেই বাদ ল্যাবুশেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

অভিষেকের পর অস্ট্রেলিয়ার খেলা ৩৮ ওয়ানডের ৩০টিতেই ছিলেন মার্নাস ল্যাবুশেন। খেলেছেন ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও। এমনকি সবশেষ ৯টি ওয়ানডেতেও ছিলেন তিনি। তবুও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা মিলেনি তার। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি অবশ্য বলছেন, ওয়ানডেতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ভালোভাবেই আছেন ল্যাবুশেন।


২০২০ সালে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩০টি ওয়ানডে খেলেছেন ল্যাবুশেন। কিন্তু ফর্মহীনতায় ভুগছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ৬ ইনিংসে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি ছাড়াও আরও দুই ইনিংসে ৪০ ছুঁয়েছিলেন। তারপরই অবশ্য হারিয়ে ফেলেন ধারাবাহিকতা।


promotional_ad

সবশেষ ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় কেবল ২২.৩০। এই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ৬৯.৮৭। অবশ্য বিশ্বকাপে জায়গা না পেলেও অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন ল্যাবুশেন, এমনটাই দাবি করছেন বেইলি।


বেইলি বলেন, 'এই সিদ্ধান্ত মূলত ফর্ম ভিত্তিক। আমরা জানি, নিজের সেরা ফর্মে থাকলে ওয়ানডে দলে একটি জায়গা ধরে রাখার মতো যথেষ্ট সামর্থ্য মার্নাসের আছে। তবে আমরা তাকে যে ভূমিকায় চাই, সেখানে তাকে যথেষ্ট ধারাবাহিক দেখতে পাইনি। বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার পথে অন্যদের সামনে তাই সুযোগ কিছু ম্যাচ খেলার।'


'মার্নাসের সঙ্গে আমাদের পরিষ্কার আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের অংশ হবে সে, যাতে সাদা বলের ক্রিকেটে কিছুটা মনোযোগ দিতে পারে। সাউথ আফ্রিকায় যে স্কোয়াড যাচ্ছে, নিশ্চিতভাবেই বিশ্বকাপেও সেই স্কোয়াডই প্রাধান্য পাবে। তবে মার্নাসের যে বয়স, তার যে স্কিল সেট, আমার কোনো সন্দেহই নেই যে ভবিষ্যতে ওয়ানডে দলের অংশ সে হবে। আমরা জানি, নিজের সেরা ফর্মে থাকলে সে ওয়ানডেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।'


সামনের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বেইলি আশ্বস্ত করেছেন, নিশ্চিতভাবেই সেই দলে রাখা হবে ল্যাবুশেনকে। তারপর ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপে কুইন্সল্যান্ডের হয়ে খেলবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball