ধারাবাহিক হয়ে সমর্থকদের আনন্দ দিতে চান পুরান

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মার্করাম-পুরানের হাফ সেঞ্চুরির পর লক্ষ্ণৌকে জেতালেন বাদনি
১২ এপ্রিল ২৫
মারকাটারি ব্যাটিংয়ে নিকোলাস পুরানের সুনামটা বেশ পুরোনা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কতটা ভয়ংকর হতে পারেন সেটা প্রায়শই দেখিয়েছেন তিনি। তবে কখনই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি পুরান। যা নিয়ে আক্ষেপ আছে বাঁহাতি এই ব্যাটারেরও। কঠোর পরিশ্রম করে সেই আক্ষেপই ঘুচানোর চেষ্টা করছেন। ক্রিকেটকে এখনও ভিন্নভাবে দেখা পুরান আনন্দ দিতে চান সমর্থকদেরও।
ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে না পারলেও জিম্বাবুয়েতে ঠিকই রান করেছিলেন পুরান। তবে তার প্রচেষ্টা কাজে দেয়নি ক্যারিবীয়দের। ৭ ম্যাচে ৩৫০ রান করেও ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পাননি তিনি। সেসময় যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট মাতিয়েছেন পুরান। এমআই নিউ ইয়র্কের হয়ে খেলা পুরান ফাইনালে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন।
১০ চার ও ১৩ ছক্কায় মাত্র ৫৫ বলে করেছিলেন ১৩৭ রান। সেই ফর্মটা ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমেও। প্রথম ম্যাচে ৪১ রান করা পুরান দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন ম্যাচজয়ী ৬৭ রানের ইনিংস। বিধ্বংসী ব্যাটিং নিয়ে প্রশংসিত হলেও কখনই ধারাবাহিক ছিলেন না তিনি। সেটা যেন বদলাতে শুরু করেছেন বাঁহাতি এই ব্যাটার।

ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় সমালোচিতও হয়েছেন বেশ। সবশেষ আইপিএল থেকেই পুরানের ব্যাটে ধারাবাহিকতা পরিলক্ষিত হচ্ছে। সেটার জন্য যে কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছেন তা জানিয়েছেন তিনি নিজেই। তবে এটাকে নিজের সেরা সময় মানতে নারাজ ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার এই ব্যাটার।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
২০ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পর পুরান বলেন, ‘পারফর্ম করতে পেরে আমি সন্তুষ্ট। এই খেলাটার সৌন্দর্য্য হচ্ছে শেষ হওয়ার আগে শেষ হয় না। ধারাবাহিক হওয়াটা দারুণ ব্যাপার যা আমি করতে চাচ্ছি। আমি বলব না যে এটা সেরা সময়। আমি সবশেষ কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি কিন্তু আমরা হারছিলাম।’
যেকোন খেলায় সমর্থকরা খুবই গুরুত্বপূর্ণ। সেই সমর্থকদের আনন্দ দিয়ে যেতে চান পুরান। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটার জানিয়েছেন, তিনি এখন খেলাটাকে একেবারে ভিন্নভাবে দেখেন। পুরান বলেন, ‘এখন আমি খেলাটাকে ভিন্নভাবে দেখি এবং আনন্দ দিয়ে যেতে চাই।’
১৫৩ রান তাড়ায় মাত্র ২ রানেই ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ বলের মাঝে ২ উইকেট হারানোর ফলে ইনিংসের প্রথম ওভারেই ব্যাটিংয়ে আসতে হয় পুরানকে। মারকুটে ব্যাটিং করলেও এদিন তিনি ছিলেন খানিকটা গোছানো এবং ধীর স্থির। পুরান জানান, তিনি যখন ব্যাটিং করছিলেন তখন তার কাছে স্কোর গুরুত্বপূর্ণ ছিল না।
পুরান বলেন, ‘আমি যখন ব্যাটিং করছিলাম তখন স্কোর আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। খেলাটি নিয়ন্ত্রণ করা এবং স্মার্ট হওয়ার ক্ষেত্রে। আমার মনে হয়েছিল এটা ভালো উইকেট এবং আমরা এমন উইকেট পেয়ে অভ্যস্ত। বোলাররা আপনাকে হাফ ভলি এবং ফুলটস দিয়ে যাচ্ছে।’