promotional_ad

শেষ বলে মেরে লিটনদের শিরোপা ছিনিয়ে নিলো রাসেলের মন্ট্রিয়ল

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছেন লিটন দাস। তবে ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারের। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এবার বড় সুযোগ ছিল লিটনের সামনে। জয়ের দ্বারপ্রান্তেও ছিল তার দল সারে জাগুয়ার্স। তবে সেটা হতে দেননি আন্দ্রে রাসেল।


শেষ ওভারে শিরোপা জিততে মন্ট্রিয়ল টাইগার্সের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলে এক রান নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন শেরফান রাদারফোর্ড। তবে আমার খালিদের পরের লো ফুলটস ডেলিভারিতে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। পরের তিন বলে অবশ্য ৪ রান দিয়েছেন খালিদ।


promotional_ad

শেষ বলে মন্ট্রিয়েলের প্রয়োজন ছিল ২ রান। খালিদের লেংথ ডেলিভারিতে ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন রাসেল। জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো গ্লোবাল টি-টোয়েন্টির শিরোপা জিতল মন্ট্রিয়ল। তাতে করে বিদেশি লিগে আরও একবার শিরোপা জিততে না পারার আক্ষেপে পুড়তে হলো বাংলাদেশের লিটনকে।


আরো পড়ুন

চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন

৪ ফেব্রুয়ারি ২৫
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

১৩১ রান তাড়ায় ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন মুহাম্মদ ওয়াসিম। স্পেন্সার জনসনের বলে বোল্ড হয়ে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতের এই ওপেনার। সুবিধা করতে পারেননি তিনে নামা শ্রীমান্থা ভিজেয়েরত্নে। তবে ক্রিস লিনের সঙ্গে ৩৫ রানের জুটি শুরুর বিপদ থেকে বের হতে সহায়তা করেছে।


দেখেশুনে খেললেও অধিনায়ক লিনকে ফিরতে হয়েছে ৩৫ বলে ৩১ রানের ইনিংস খেলে। চারে নামা দিলপ্রীত সিংয়ের ব্যাট থেকে এসেছে ১৪ রান। রাদারফোর্ডের ৩৮ এবং শেষ দিকে রাসেলের মাত্র ৬ বলে অপরাজিত ২০ রানের ইনিংসে শিরোপা নিশ্চিত করে মন্ট্রিয়ল। এদিন শিরোপা ছুঁতে পারতেন সাকিব আল হাসানও। এলপিএলের কারণে মন্ট্রিয়েলের জার্সিতে চার ম্যাচ খেলার পরই শ্রীলঙ্কায় পাড়ি জমাতে হয় তাকে।


এর আগে ব্যাটিং করে মাত্র ১৩০ রান করে জাগুয়ার্স। ওপেনার জাতিন্দার সিং ৫৭ বল খেললেও জাগুয়ার্সের কোন কাজেই আসেনি। বরং তার ৫৭ বলে ৫৬ রানের ইনিংস জাগুয়ার্সকে বড় করতে সহায়তা করেনি। এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি লিটন। তিনে নেমে করেছেন ১৩ বলে ১২ রান। পুরো টুর্নামেন্টে একটি হাফ সেঞ্চুরি ছাড়া তেমন কোন কার্যকরী ইনিংস নেই তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball