promotional_ad

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেই ল্যাবুশেন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে লাহোরের দর্শকদের চুপ করাতে চান ল্যাবুশেন

২৮ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে মার্নাস ল্যাবুশেন, ফাইল ফটো

অভিষেকের পর অস্ট্রেলিয়ার খেলা ৩৮ ওয়ানডের ৩০টিতেই ছিলেন মার্নাস ল্যাবুশেন। খেলেছেন ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও। এমনকি সবশেষ নয় ওয়ানডেতেও ছিলেন তিনি। তবুও অস্ট্রেলিয়ার দলে জায়গা মেলেনি অভিজ্ঞ এই ব্যাটারের। ল্যাবুশেনকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


প্রাথমিক দলে রাখা হয়েছে দুই আনক্যাপড ক্রিকেটার লেগ স্পিনার তানভীর সাঙ্গা ও অলরাউন্ডার অ্যারন হার্ডি। তবে তারা দুজনের কেউ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকবে কিনা তা নিশ্চিত হবে সাউথ আফ্রিকা ও ভারত সফরের পর। বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াড দিয়ে ভারত ও সাউথ আফ্রিকার সঙ্গে ৮ ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।


অ্যাশেজের শেষ টেস্টে কব্জির চোটে পড়লেও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্যাট কামিন্সকে দেখা যেতে পারে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার মনে করেন, বিশ্বকাপের আগে কামিন্সের জন্য বিশ্রামটা গুরুত্বপূর্ণ।


promotional_ad

এদিকে সাউথ আফ্রিকায় পাওয়া যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

নিউজিল্যান্ডের সফরের দলে থাকলেও অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়নি সাঙ্গার। এদিকে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সবশেষ আগষ্ট থেকে পেশাদার ক্রিকেটে নেই তিনি। আরেক আনক্যাপড হার্ডি অবশ্য গত ১৮ মাস ধরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের নিয়মিত সদস্য। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলেও ডাক পেয়েছেন এই অলরাউন্ডার।


সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার কেউই নেই প্রোটিয়াদের বিপক্ষে।


অস্ট্রেলিয়ার ওয়ানডে দল- প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাস্টর অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।


সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল- মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball