বাবরদের ভারতে যাওয়ার অনুমতি দিল পাকিস্তান সরকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সরকার এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ভারত সফরের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘পাকিস্তান বরাবরই বলে এসেছে যে, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। তাই আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমাদের ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’

তারা আরও লিখেছে, ‘পাকিস্তান বিশ্বাস করে যে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব আন্তর্জাতিক ক্রীড়ার ক্ষেত্রে পড়া উচিত নয়। পাকিস্তানের এই সিদ্ধান্ত গঠনমূলক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিরই প্রতিচ্ছবি। আর ভারতের অস্থির মনোভাবের একেবারে বিপরীত। ভারত কিন্তু এশিয়া কাপের জন্য তার ক্??িকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিল।’
পাকিস্তান দলকে ভারতে পাঠাতে রাজি হলেও দেশটির নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার। তারা ইতোমধ্যে নিরাপত্তা শঙ্কার কথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এর কাছে জানিয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা ভারতের নিরাপত্তার প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘পাকিস্তান অবশ্য তাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। আমরা এই উদ্বেগগুলি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারত সরকার এবং ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। আমরা আশা করছি যে, ভারত সফরের সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছে পাকিস্তানই। তবে ভারতের আপত্তিতে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। কারণ ভারত এশিয়া কাপের কোনো ম্যাচ পাকিস্তানে খেলবে না। পাকিস্তান বিশ্বকাপে ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়ে উদারতার পরিচয় দিয়েছে।