ব্রডের শূন্যতা পূরণ করতে পারেন তিন পেসার, বেলের ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
ক্রিকেট বিশ্বকে অনেকটা চমকে দিয়ে হুট করেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানান স্টুয়ার্ট ব্রড। ২০১৬ সালের পর সাদা বলে কোনো ম্যাচ খেলা হয়নি ব্রডের। এবার অ্যাশেজ দিয়ে লাল বলের ক্রিকেটকেও বিদায় বলে দিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও আর বল হাতে দেখা যাবে না তাকে।
ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে ৬০৪ উইকেট নেয়া এই বোলারের শূন্যতা সহজেই পূরণ করা সম্ভব হবে না এমনটাই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্ত ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ান বেল মনে করেন অলি রবিনসন সহ দুজন বোলার রয়েছেন। যারা ব্রডের শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে পারেন।
ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্ট খেলেছেন ব্রড। পাশাপাশি ১২১টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে নামের পাশে রয়েছে ৮৪৩ উইকেট। সদ্য শেষ হওয়া অ্যাশেজেও দলের সেরা উইকেট শিকারি ছিলেন ব্রড। পাঁচ টেস্টে উইকেট তুলছিলেন ২২ টি।

সেরা ফর্মে থাকার পরও নিয়েছেন অবসর। ফলে ইংল্যান্ডকে ব্রডের বিশাল শূন্যতা পূরণে কাউকে খুঁজতে হবে। এক্ষেত্রে বেল মনে করেন অলি রবিনসনের পাশাপাশি জশ টাং এবং স্যাম কুক লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন।
বেল বলেন, 'স্টুয়ার্ট ব্রডের অবসর মানে ইংল্যান্ডকে তার বদলি খুঁজতে হবে। আমি মনে করি ব্রডের বদলি হিসেবে ইংল্যান্ডের কাছে বিকল্প আছে এবং তারা ভালো কয়েকজন বিকল্প খুঁজে বের করার পথেই রয়েছে। সেক্ষেত্রে ওলি রবিনসন অবশ্যই দলে ফিরবে।'
রবিনসন অবশ্য সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজেও ছিলেন। প্রথম দুই টেস্টে জেমস অ্যান্ডারসন নিষ্প্রভ থাকলেও
বল হাতে ব্রডকে সঙ্গ দিয়েছিলেন এই পেসার। সিরিজে মোট পাঁচ ইনিংসে সর্বনিম্ন ইকোনমি ২.৭৭ রেখে উইকেট নিয়েছেন দশটি। দলে নিজের যোগ্যতার প্রমাণ এখানেই দিয়েছেন ৩০ বছর বয়সী এই বোলার।
এদিকে বেলের মতে চলতি বছরে আয়ারল্যান্ড সিরিজে অভিষেক হওয়া টংও হতে পারেন ব্রডের বিকল্প। অভিষেক সিরিজের চার ইনিংসে দশ উইকেট তুলে নেন ২৫ বছর বয়সী এই ডানহাতি পেসার। সাবেক ইংলিশ ম্যানের তৃতীয় পছন্দ স্যাম। যদিও ২৬ বছর বয়সী পেসারের এখনও জাতীয় দলে অভিষেক হয়নি। তবে কাউন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন কুক।
এই তরুণ পেসারের প্রশংসা করে বেল বলেন, 'এই গ্রীষ্মেই টাংয়ের অভিষেক হয়েছে এবং তাকে দেখে মনে হয়েছিল সে বড় সিরিজের চাপ সামলাতে পারে। এসেক্সের স্যাম কুক একই কাজ করতে পারে বলে আমার মনে হয়। আমি লায়ন্সের সঙ্গে ছিলাম, সেখানে স্যামও ছিল। তার উচ্চমানের দক্ষতা রয়েছে। সে ধারাবাহিকভাবে দারুণভাবে লেংথ ধরে রাখতে পারে যেটা সবাই পারে না।'