আগেভাগেই ইব্রাহীমকে রিটেইন করল বরিশাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ
১০ এপ্রিল ২৫
আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। এরই মধ্যে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে নিজেদের দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কদিন আগেই তামিম ইকবালকে দলে নিয়ে চমকে দিয়েছে ফরচুন বরিশাল।
এবার তারা আফগানিস্তানের তারকা ব্যাটার ইব্রাহীম জাদরানকে রিটেইন করেছে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তারা এই বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তানের তারকা ফখর জামানকেও দলে ভিড়িয়েছে তারা।

এখন পর্যন্ত ২ মৌসুমে অংশ নিয়ে ফরচুন বরিশালের সর্বোচ্চ সাফল্য রানার্স আপ হওয়া। ২০২২ বিপিএলে সাকিব আল হাসানের অধীনে বিপিএলে শিরোপার খুব কাছে গিয়েছিল বরিশাল। তবে এবারের মৌসুমে সাকিব বরিশাল ছেড়ে যাওয়ায় তামিমকে দলে ফেরাল বরিশাল।
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল অনুষ্ঠিত হয় ডিসেম্বের-জানুয়ারিতে। কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা একই মাসে। যার কারণে আগামী আসর শুরুর দিনক্ষণ নিয়ে জটিলতা তৈরি হলেও ১০ জানুয়ারি বা কাছাকাছি সুবিধাজনক সময়ে শুরু হতে পারে বিপিএল।
আগামী মৌসুমের বিপিএল জানুয়ারির ১০ তারিখে শুরু হলে আসর আবার শেষ করতে হবে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই। কারণ ওই মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। বিপিএলের সূচি আপাতত কিছু বিষয়ের ওপর নির্ভর করলেও, প্লেয়ার ড্রাফটের বিষয়টি আগেই সেরে রাখতে চায় বিসিবি।
গত বছরের জুলাইয়ে বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, পরবর্তী তিন বিপিএলের তারিখ চূড়ান্ত করে ফেলেছেন তারা। তখন তিনি বলেছিলেন, ২০২৩ বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ বিপিএল ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালে হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।
সেই অনুযায়ী এ বছরের বিপিএল মাঠে গড়ানোর তারিখ ছিল ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। যদিও আগে থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি। তবে শেষ পর্যন্ত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে পারে বিপিএল।