promotional_ad

‘ক্রিকেটারদের লিগ মিস দিতে বলা সম্ভব নয়’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাওয়েলকে সরানো ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বাজে সিদ্ধান্ত: ব্রাভো

২ এপ্রিল ২৫
ফাইল ছবি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চাহিদা বরাবরই অন্যান্যদের তুলনায় অনেক বেশি। টি-টোয়েন্টির ফেরিওয়ালা বনে যাওয়া ক্যারিবিয়ান ক্রিকেটাররা তাই দেশের ক্রিকেট ছেড়ে মশগুল হয়েছেন বিদেশি সব ফ্র্যাঞ্চাইজি লিগে। বর্তমান বাস্তবতায় ক্রিকেটারদের লিগ খেলতে না করাটা সম্ভব নয় বলে মনে করেন রভম্যান পাওয়েল।


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন কাড়িকাড়ি অর্থের ঝনঝনানি। অল্প কদিনে তুলনামূলক বেশি আয়ের জন্য এর চেয়ে ভালো উপায় হতে পারে না ক্রিকেটারদের জন্য। সত্তর বা আশির দশকে বিশ্ব ক্রিকেট শাসন করে বেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নও তারা। অথচ তাদেরকে ছাড়াই হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ক্যারিবীয়দের এমন দুর্দশার পেছনে সবচেয়ে বড় কারণ ফ্র্যাঞ্চাইজি লিগ। যেখানে খেলতে গিয়ে নিজের দেশকে সময় দিতে পারছেন না ক্রিকেটাররা। যে কারণে বিপাকে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ।


promotional_ad

আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ক্রিস গেইল, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, আন্দ্রে ফ্লেচাররা যত না দেশের হয়ে খেলেছেন তার চেয়ে বেশি ম্যাচে নেমেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। প্রায় পুরো বছর ফ্র্যাঞ্চাইজি লিগের ডামাডোল চলায় এসবেই বেশি ব্যস্ত সময় পার করেন ক্রিকেটাররা।


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

যে কারণে দল হিসেবে একসঙ্গে বেশি সময় কাটাতে না পারায় সমন্বয় গড়ে উঠছে না। ক্লাইভ লয়েড মনে করেন, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা ক্রিকেটারদের অধিকার। এদিকে পাওয়েল জানান, টি-টোয়েন্টি লিগের কারণেই তারা একসঙ্গে সময় কাটাতে পারছে না।


এ প্রসঙ্গে পাওয়েল বলেন, ‘আমার মনে হয় এটা একটা কারণ যে আমরা একসঙ্গে দল হিসেবে যথেষ্ট সময় কাটাচ্ছি না। কিন্তু দল হিসেবে একসঙ্গে সময় কাটানো খুব কঠিন হবে। কারণ বিশ্বজুড়ে এখন অনেক টি-টোয়েন্টি লিগ। এটা আমার বা বোর্ডের পক্ষে সম্ভব নয় অধিনায়ক হিসেবে আমি ক্রিকেটারদের বলবো তোমরা লিগ মিস দাও। যাতে করে আমরা ক্যারিবিয়ানে আমরা একসঙ্গে থাকতে পারি এবং সময় কাটাতে পারি।’


ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে ৪ রানে হারিয়েছে তারা। পাওয়েল জানান, ভারত খুবই ভালো দল এবং ক্রিকেটাররা তাদের বিপক্ষে ভালো খেলতে চায়।


পাওয়েল বলেন, ‘এমন কিছু (লিগ খেলতে না দেয়া) আসলে সম্ভব নয়। কিন্তু আমরা যখন একসঙ্গে থাকি, আমরা কিছুটা সময় কাটাই এবং আমাদের সেটা উপভোগ করতে এবং দেখতে হবে আমরা কিভাবে দ্রুত একত্রিত হতে পারি। ছেলেরা এই সিরিজে খুব ভালো অবস্থায় আছে। ভারত সবসময় ভালো দল। ছেলেরা তাদের বিপক্ষে খেলতে চায় এবং ভালো করতে চায়। এটা আমাদের জন্য ইতিবাচক দিক।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball