এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভাবছেন না চাহাল

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চাহালের টার্ন দেখেই জয়ের আশা বেড়েছিল পাঞ্জাবের
১৬ এপ্রিল ২৫
সবশেষ কয়েক সিরিজ ধরেই একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না যুবেন্দ্র চাহাল। চলতি মাসে এশিয়া কাপ ও অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এমন দুই আসরের আগে দলে তার জায়গাটা অনেকটা অনিশ্চিত। যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না চাহাল। বরং ওয়েস্ট ইন্ডিজে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান তিনি।
এক সময় ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন চাহাল। গেল কয়েক বছরে দারুণভাবে নিজেকে চিনিয়েছেন তিনি। তবে চলতি বছর যেন ঠিকঠাক সুযোগই মিলছে না তার। বিশ্বকাপের বছর অথচ ওয়ানডে দলে অনিয়মিত হয়ে পড়েছেন চাহাল।

এ বছর মাত্র দুটি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই লেগ স্পিনার। জানুয়ারির পর থেকে ৫০ ওভারের ক্রিকেট ম্যাচে সুযোগ মিলছে না তার। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি। এদিকে টি-টোয়েন্টি দলেও অনিয়মিত ৩৩ বছর বয়সি এই স্পিনার।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
২০২৩ সালে ভারতের হয়ে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন চাহাল। সবশেষ সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েও একাদশে নিশ্চিত নয় তার জায়গা। বেশ কিছুদিন ধরে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার সঙ্গে খেলছেন কুলদীপ যাদব।
প্রথম ম্যাচে জাদেজা বিশ্রামে থাকায় সুযোগ মেলে চাহালের। দলে অনিয়মিত হওয়ায় এশিয়া কাপ ও বিশ্বকাপে তার খেলাটা ক্ষীণ। সেটা হয়ত জানেন তিনি নিজেও। এসব নিয়ে আপাতত ভাবতে চান না চাহাল। বরং ওয়েস্ট ইন্ডিজে পরের ম্যাচগুলোতে সুযোগ পেলে নিজের সেরাটা নিয়ে সেটা লুফে নিতে চান।
চাহাল বলেন, ‘এই মুহূর্তে আমার মাথায় যা চলছে তা হলো আমি এখানে আছি, চারটা ম্যাচ খেলা বাকি আছে এবং আমাকে পারফর্ম করতে হবে। আমি এমন কিছু নিয়ে ভাবতে চাই না যা আমার হাতে নেই। প্রথমত আমি সিরিজটা শেষ করতে চাই। আমি সবসময় ধাপে ধাপে চিন্তা করি।’
‘এরপর আমরা ক্যাম্প করব তারপর দল ঘোষণা হবে। ভবিষ্যতের জন্য এটাই আছে। এটা আসলে আমার হাতে নেই। আমি এখানে আছি এবং আমি বিশ্বকাপ বা এশিয়া কাপ নিয়ে ভাবছি না। আমি শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবছি।’