promotional_ad

ক্রিকেট থেকে অবসর নিলেন রুমানা?

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটে-বলে বাংলাদেশের হতাশার দিন

২ ঘন্টা আগে
বাংলাদেশের ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন কেবল মুমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি

সামনে অনেক খেলা ও ফিটনেসের কথা বিবেচনা করে গত মে মাসে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেয়া হয়েছিল রুমানা আহমেদকে। যদিও রুমানা নিজে দাবি করেছিলেন বিশ্রামের নামে তাকে বাদ দেয়া হয়েছে। শ্রীলঙ্কার পর ডাক মেলেনি ঘরের মাঠে ভারত সিরিজেও।


টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পর ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন রুমানা? নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেট থেকে অবসর নেয়ার ইঙ্গিতই অবশ্য দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এমনটা হলে বাংলাদেশের জার্সিতে আর কখনও দেখা যাবে না রুমানাকে।


promotional_ad

নিজের ফেসুবক পেজে লিখেছেন, ‘আর ক্রিকেট নয়।’ বয়স বাড়ায় পারফরম্যান্সে খানিকটা ভাটা পড়েছে রুমানার। গত বছর বাংলাদেশের হয়ে ৮টি ওয়ানডে খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। যেখানে ব্যাট হাতে ৭০ রান করা এই ক্রিকেটার বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।


২০২৩ সালে অবশ্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগই পাননি রুমানা। টি-টোয়েন্টিতে গত বছর ১৭ ম্যাচ খেলে করেছেন ১০২ রান। বোলিংয়ে তার শিকার অবশ্য ১৮ উইকেট। ২০১৯ সালের অক্টোবরের পর থেকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস নেই তার।


এই সময়ের মাঝে ২০ পেরোনো ইনিংস আছে কেবল তিনটি। এদিকে সবশেষ নারী ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি তিনি। ৭ ম্যাচে ১৮২ রান করা রুমানা বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। তবে তরুণদের সঙ্গে পাল্লা দিতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার।


বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।


এক হাফ সেঞ্চুরিতে ৮৫৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৭৫ উইকেট নিয়েছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে ৩০ উইকেট নেয়ার রেকর্ড আছে তার। এমন রেকর্ড আছে তার মাত্র ৮ ক্রিকেটারের। যেখানে রুমানা ছাড়া বাংলাদেশের কেউ নেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball