পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি পরিবর্তনের প্রস্তাব সিএবির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে বিভ্রাট যেন কাটছেই না। আগেই জানা গেছে পরিবর্তন আসতে চলেছে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের সুচিতে। যে ম্যাচটি হওয়ার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর।
ম্যাচটি হতে পারে একদিন এগিয়ে ১৪ অক্টোবর। কারণ এদিন ভারতজুড়ে অনুষ্ঠিত হবে ধর্মীয় উৎসব নবরাত্রি। যদিও এই সূচি প্রস্তাবিত হিসেবেই রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্রুতই পুনঃনির্ধারিত সূচি ঘোষণার কথা রয়েছে।

এরই মধ্যে জানা গেল ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ম্যাচটি হওয়ার কথা রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে।
১২ নভেম্বর সনাতন ধর্মাবলম্বীদের উৎসব কালী পূজা অনুষ্ঠিত হবে। এ কারণে একই দিন পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে যথাযথ নিরাপত্তা ব্যহত হতে পারে। এ কারণেই ম্যাচটির সূচি পরিবর্তনের আবেদন করেছে সিএবি।
সিএবির অনুরোধের ফলে এ নিয়ে পাকিস্তানের দুটি ম্যাচ নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন হলে অন্য দলগুলোর সূচিতেও এর প্রভাব পড়বে। গত সপ্তাহে বিসিসিআই সচিব জয় শাহ নিশ্চিত করেন, বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আসছে।
যদিও কোন কারণে সূচিতে পরিবর্তন হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তার ভাষ্য ছিল অংশগ্রহণকারী কয়েকটি দেশ সূচি বদলের লিখিত অনুরোধ জানিয়েছে। এমনিতেই ভারত বিশ্বকাপে খেলতে পাকিস্তান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল। এবার তাদের দুই ম্যাচের সূচি পরিবর্তন কীভাবে নেবে সেটাই দেখার বিষয়টি।