কব্জির চোটে ভারত-সাউথ আফ্রিকা সফরে অনিশ্চিত কামিন্স
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাইয়ের জয়
১৭ এপ্রিল ২৫
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গে পাঁচ ম্যাচের অ্যাশেজ। এমন লম্বা সিরিজে নিজেদের চোট মুক্ত রাখাই ছিল ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ। সেটা উতরে যেতে পারলেন না প্যাট কামিন্স। শেষ টেস্টের কব্জির চোটে সাউথ আফ্রিকা ও ভারত সফরে অনিশ্চিত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপের প্রস্তুতি নিতে চলতি মাসের শেষের দিকে সাউথ আফ্রিকায় সফর করবে অস্ট্রেলিয়া। যেখানে পাঁচ ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

এরপর সেপ্টেম্বরে বিশ্বকাপের ঠিক আগে ভারত সফরে যাবে অজিরা। ভারতের মাটিতে তিনটি ওয়ানডে খেলতে হবে তাদের। এই দুই সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন কামিন্স। ওভাল টেস্টে ফিল্ডিং করার সময় কব্জিতে চোট পান অজি অধিনায়ক। শেষ টেস্টের প্রথম দিনে রান আউটের চেষ্টা করেছিলেন কামিন্স।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
সেসময় চোট পান তিনি। ব্যথা নিয়েই অবশ্য দলের জন্য ব্যাটিং করেছেন কামিন্স। করেছেন ৮৬ বলে ৩৬ রান। যার খেসারত দিতে হচ্ছে ছিটকে গিয়ে। এখনও চূড়ান্ত না হলেও সাউথ আফ্রিকা এবং ভারত সিরিজে যে অনিশ্চিত সেটা জানাচ্ছে বেশ কয়েকটি গণমাধ্যম।
অবশ্য কামিন্সকে ম্যাচের দ্বিতীয় দিনই হাতের অবস্থা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি প্রথম দিন মাঠে রান আউটের চেষ্টা করার সময় কব্জিতে আঘাত পেয়েছিলাম এটা বেশ কষ্টকর। আমরা আগামী কয়েক দিনের মধ্যে এটি মূল্যায়ন করব এবং কিছু করার প্রয়োজন হলে কাজ করব।’
এই চোটের কারণেই অক্টোবর পর্যন্ত দলের বাইরে থাকতে পারেন কামিন্স। তার পরিবর্তে দলের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে মিচেল মার্শ কিংবা স্টিভ স্মিথকে। এছাড়াও গত কয়েক মাসে ছয় টেস্ট খেলা দলটিতে আসতে পারে আরও কিছু পরিবর্তন।
সাদা জার্সিতে অজিদের ব্যাটার মার্নাস লাবুশেনকে বিশ্রাম দেওয়া হতে পারে আসন্ন সিরিজগুলোতে। যাতে করে ভারত বিশ্বকাপে তাকে সতেজ পাওয়া যায়। আগামী সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন সাদা বলের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে।