promotional_ad

মরগান ও ম্যাকগ্রার সেমি-ফাইনালিস্টের তালিকায় নেই নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

আগামী অক্টোবরে ভারতে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনা। অনেকেই এই বিশ্বাস আসর নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। অনেকে আবার নিজের পছন্দের তারকাদের নিয়ে বিভিন্ন  মন্তব্য করছেন।


এরই মধ্যে বিশ্বকাপের সম্ভাব্য সেমি ফাইনালিস্টদের নাম জানালেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে তিনি বিশ্বকাপের সম্ভাব্য সেরা চারে রেখেছেন ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। যদিও এই তালিকায় জায়গা হয়নি বিশ্বকাপের গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।


promotional_ad

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেন, 'টুর্নামেন্টের সেরা চারটি দলে আমি চার নম্বরে অস্ট্রেলিয়াকে রাখছি। এতে অবাক হওয়ার বিশেষ কিছু নেই। ভারত নিজেদের ঘরের মাঠে খেলছে তাই স্বাভাবিকভাবে তারা এগিয়ে থাকবে। ইংল্যান্ড ভালো খেলছে সঙ্গে পাকিস্তানও রয়েছে। তাই এই চারটি দল সেরা।'


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ এপ্রিল ২৫
আইসিসি

ম্যাকগ্রার আগে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান। তিনিও ম্যাকগ্রার মতো ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকেই সেরা চারে রেখেছিলেন। তবে ভারত ও ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।


মরগান বলেছিলেন, 'ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমার বিশ্বাস বিশ্বকাপেও তারাই অন্যতম ফেভারিট দল। ঘরের মাঠে এমনিও তাদের হারানো বেশ শক্ত। ভারতকে চ্যালেঞ্জ করার জন্য আরও কয়েকটি দুর্দান্ত দল রয়েছে। গ্যালারিতে অসংখ্য সমর্থকরা ভারতের হয়ে গলা ফাটাবে। হােম অ্যাডভান্টেজ তো রয়েছেই। তবে ভারতকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ড।'


বিশ্বকাপের সূচি ঘোষণা হলেও তা নিয়ে জটিলতা কাটেনি। ভারত-পাকিস্তান ম্যাচসহ বেশ কিছু ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে পারে। মূলত নবরাত্রির কারণে ১৫ আগস্ট আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন সম্ভব নয় বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball