অবশ্যই, খারাপ কেন লাগবে না: সাইফউদ্দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগতে থাকা মোহাম্মাদ সাইফউদ্দিনের সমস্যা নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উন্নত চিকিৎসার জন্য পেস বোলিং এই অলরাউন্ডারকে কাতার পাঠাচ্ছে বোর্ড। সব ঠিক থাকলে আজ (শনিবার) সন্ধ্যায় কাতারের বিমান ধরবেন তিনি।
বাংলাদেশের জার্সিতে সাইফউদ্দিনকে শেষবার মাঠে দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে। এরপর অবশ্য ঘরোয়া লিগেও খেলেছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে ১৯ উইকেট এবং আর ব্যাটে করেছেন ১১২ রান।
প্রিমিয়ার লিগের পর সাইফ উদ্দিনের নতুন করে পুরোনো ইনজুরি দেখা যায়নি। কিন্তু তারপরও বাড়তি সতর্কতা হিসেবে এই অলরাউন্ডারকে দেশের বাইরে পাঠাচ্ছে বোর্ড। মিরপুরে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবিকে ধন্যবাদ জানাতে অবশ্য ভুলেননি তিনি।
সাইফউদ্দিন বলেন, ‘বিসিবি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বেড রেস্টে ছিলাম। আরও আগে যাওয়ার কথা ছিল। তবে কিছু প্রসেসের কারণে হয়তো... আমার সাথে আমাদের আরও দুজন পেসার অভিষেক দাস ও আশিকুর জামান যাচ্ছে। এজন্য আজকে যাওয়া। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ্। এক্সাইটেড।'

'আর প্রথমত ধন্যবাদ দিতে হয় বিসিবিকে। আসলে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। ২০১০ সাল থেকে আমার ওপর ইনভেস্ট করে আসছে। ইনশাআল্লাহ্ এই আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। যেহেতু বোর্ড আমার পাশে আছে। আর প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বোর্ড পাশে থাকলে কাজটা অনেক সহজ হয়।তো এইজন্য নিজেকে অনুপ্রাণিত করছি' যোগ করেন তিনি।
সাইফউদ্দিনের সঙ্গে দুই ক্রিকেটারকে কাতার পাঠাচ্ছে বিসিবি। এরা হলেন- অভিষেক দাস ও আশিকুর জামান। তারাও ইনজুরিতে ভুগছেন। কাতারে এসপেটার’ নামের এক স্পোর্টস মেডিসিন হাসপাতালে চিকিৎসা করা হবে তিন ক্রিকেটারের।
স্পোর্টস মেডিসিন সেন্টার প্রসঙ্গে সাইফ উদ্দিন বলেন, 'ওখানে স্পোর্টস মেডিসিন সেন্টার আছে। কাতার বিশ্বকাপের পর থেকে অনেক উন্নতি হয়েছে স্পোর্টস মেডিসিনের দিক থেকে। ইউটিউবে ওদের বিভিন্ন কার্যক্রম দেখেছি। অনেক আশাবাদী। বাকিটা আল্লাহ্ ভরসা।'
'এসব (হাসপাতালের স্কেজিওল) আসলে সব কিছু মঞ্জু ভাই ভালো বলতে পারবেন, আমাদের বিসিবির চিকিৎসক। উনি যাচ্ছেন আমাদের সঙ্গে। উনিই সব কিছু ঠিক করেছেন। যেহেতু রোববার ওদের কার্যক্রম শুরু হয়, তাই আজকে যাচ্ছি। যেন পুরো সপ্তাহটা পাওয়া যায় এবং তিন জন কাজে লাগাতে পারি' যোগ করেন তিনি।
এদিকে গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিয়মিত মুখ ছিলেন সাইফউদ্দিন। কিন্তু আসন্ন বিশ্বকাপের জন্য বিসিবির ভাবনায় নেই তিনি। দেশের হয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি তার।
আসন্ন বিশ্বকাপে না থাকতে পারার প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, 'অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব কলিগ, বন্ধুবান্ধব, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি।'
'খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড় কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা- এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হবো, তখন আবার ওদের একটা অংশ হবো' যোগ করেন তিনি।