নতুন অধিনায়ক খোঁজা নিয়ে অস্থিরতা নেই: মল্লিক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দেশে ফিরেই মিরপুরে তামিম
১২ এপ্রিল ২৫
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আসন্ন এশিয়া কাপেও তিনি খেলতে পারবেন না। তবে এ নিয়ে কোনো অস্থিরতা নেই বলে জানালেন বিসিবি ডিরেক্টর ইসমাইল হায়দার মল্লিক।
চলতি মাসের শেষেই এশিয়া কাপ শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। এ নিয়ে বিসিবির টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে জানালেন মল্লিক।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন, '(অধিনায়ক ঠিক করা নিয়ে) না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন।'
বিসিবি সভাপতির সঙ্গে তামিমের বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও। তারা তামিমের অবস্থা বুঝতে পারেই তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ও লিটন দাসের নাম শোনা যাচ্ছে।
যদিও নতুন অধিনায়ক কে হবেন তা খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ বিসিবির সামনে। তবে এতে বিচলিত হওয়ার কারণ দেখছেন না মল্লিক। তার ভাষ্য, 'ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।'
তামিম নিজের বিদায়বেলায় জানিয়েছেন স্বার্থপর হতে চাননি বলেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি। সদ্য সাবেক হওয়া এই অধিনায়ক বলেছেন, ‘ভ্রমণটা দারুণ ছিল, ফলই কথা বলবে। আমি ভালো করেছি। তবে যদি অধিনায়ক থাকতাম, তাহলে স্বার্থপরের মতো হতো। যারা আমাকে চেনে, (তারা জানে) আমি সব সময় দলকে এগিয়ে রাখি। এটিই আমার হয়ে কথা বলবে।’