প্রথমবারের মতো রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলবে পাকিস্তান

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
দুটি আসর পেরিয়ে গেলেও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দেখা মেলেনি পাকিস্তানের। তবে টুর্নামেন্টের তৃতীয় আসরে দেখা যাবে পাকিস্তানকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ইংল্যান্ডে টুর্নামেন্ট হওয়ায় মূলত এবারের আসরে খেলবে পাকিস্তান।
২০২০ সালের মার্চে প্রথমবারের মতো পর্দা উঠে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের। যদিও করোনার কারণে প্রথম আসর শেষ হয়েছিল ২০২১ সালে। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় চার ম্যাচ পরই স্থগিত করা হয় ২০ ওভারের এই টুর্নামেন্টটি।

২০২১ সালে বাকি ম্যাচগুলো খেলা হলে প্রথম আসরের পর্দা নামে। পরের আসর হয়েছিল ২০২২ সালে। দুটি আসরই অনুষ্ঠিত হয়েছিল ভারতে। টুর্নামেন্টের প্রথম আসরে ভারতের সঙ্গে খেলেছিল শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার খেলার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে খেলতে আসেনি তারা। পরের আসরে অবশ্য খেলতে এসেছিল অজিরা। সেখানে যোগ দিয়েছিল বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দেরাদুন ও রায়পুরে হওয়া সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে শিরোপা জেতে ইন্ডিয়া লিজেন্ডস।
দুই আসরের একটি মৌসুমেও খেলতে দেখা যায়নি পাকিস্তান। ভারতে খেলা হওয়ায় রাজনৈতিক বৈরিতার কারণে দল পাঠায়নি পাকিস্তান। তবে এবার ভেন্যু বদলে যাওয়ায় পাকিস্তান লেজেন্ডসকে খেলতে পাঠাচ্ছে পিসিবি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টুর্নামেন্টের তৃতীয় আসর হবে ইংল্যান্ডে।
তিন সপ্তাহের এই টুর্নামেন্টে খেলবে নয়টি দল। শচীন টেন্ডুুলকার, কেভিন পিটারসেন, সানাৎ জয়াসুরি, শেন ওয়াটসন, তিলকারত্নে দিলশান, যুবরাজ সিং, ব্রায়ান লারা, জন্টি রোডস এবং শেন বন্ডদের সঙ্গে দেখা যাবে শহিদ আফ্রিদি, মিসবাহ উল হক, শোয়েব আখতারের মতো ক্রিকেটারদের।