promotional_ad

বাবরদের বেতন বাড়ছে ৪ গুন, আফ্রিদিরা খেলবেন ‘একটি’ বিদেশি লিগে

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান

৫ এপ্রিল ২৫
বল হাতে ৫ উইকেট নিয়ে আবারও নিউজিল্যান্ডকে জেতালেন বেন সিয়ার্স

৩০ জুন গত মৌসুমের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হলেও এখন অবদি নতুন চুক্তিতে সই করেননি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। মূলত বেতন বৃদ্ধি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নীতিমালা এবং লভ্যাংশ শেয়ারের দাবি তুলে কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি তারা। তবে বাবরদের বেশিরভাগ শর্ত মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


এর আগে লাল ও সাদা বলের জন্য আলাদা আলাদা চুক্তি থাকলেও এখন আর সেটি থাকছে না। এবারের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে থাকতে পারেন শাহীন শাহ আফ্রিদি, বাবর ও রিজওয়ান। তাদের বেতন ধরা হতে পারে ৪.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি।


promotional_ad

যা আগের তুলনায় চার গুন বেশি। অর্থাৎ বেতন বাড়ানোর দাবি তোলার পর বাবরদের বেতন বাড়ছে চার গুন। এর আগে টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটাররা ১.১ মিলিয়ন ও সীমিত ওভারের সিরিজ খেলা ক্রিকেটাররা পেতেন .৯৫ মিলিয়ন পাকিস্তানি রুপি। ক্যাটাগরি ‘বি’ তে থাকা ক্রিকেটারদের বেতন ধরা হচ্ছে ৩ কোটি পাকিস্তানি রুপি।


আরো পড়ুন

মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন

১৬ মার্চ ২৫
শাহীন শাহ আফ্রিদি

‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন .৭৫-১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজি লিগের অংশগ্রহণের ব্যাপারে নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি। ক্যাটাগরি ভেদে ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার জন্য অনাপত্তি পত্র দেয়া হবে।


নতুন মডেল অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাবর, শাহীন আফ্রিদি, রিজওয়ানরা অনুমতি পাবেন একটি বিদেশি লিগ খেলার জন্য। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা দুটি এবং ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটররা প্রতি বছর তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এনওসি পাবেন।


এদিকে ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার অনুমতি না দেয়া হলে যাতে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয় সেই প্রস্তাব রেখেছেন বাবররা। পুরোপুরি না দিলেও আলোচনা সাপেক্ষে আর্থিক ক্ষতি পূরণ দিতে রাজি হয়েছে জাকা আশরাফের বোর্ড। তবে লভ্যাংশ বন্টনের ব্যাপারে রাজি হয়নি পিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball