promotional_ad

ভারত সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

১৩ এপ্রিল ২৫
আইসিসি

সবশেষ জুনে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে কব্জির চোটে পড়েছিলেন গ্যারেথ ডেলানি। যে কারণে স্কটল্যান্ডে হওয়া ইউরোপিয়ান অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারেননি ডানহাতি এই লেগ স্পিনার। তবে মাস দেড়েক পরই আবারও দলে ফিরেছেন ডেলানি।


ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাকা হয়েছে ২৬ বছর বয়সি এই লেগ স্পিনারকে। ডেলানি ছাড়াও ভারত সিরিজে ডাক পেয়েছেন পেসার বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।


promotional_ad

গত বছরের আগষ্টে আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় হ্যান্ডের। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে খেলেছেন ডানহাতি এই পেসার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলা হয়নি তার। তবে ভারত সিরিজে দেখা যাবে তাকে।


এদিকে ডেলানি ও হ্যান্ডকে দলে নিতে বাদ দেয়া হয়েছে গ্রাহাম হিউম ও নেইল রককে। আয়ারল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপে তুলতে না পারায় নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন অ??যান্ড্রু বালবির্নি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হয় পল স্টার্লিংকে।


ভারত সিরিজেও আইরিশদের নেতৃত্ব দেবেন তিনি। আয়ারল্যান্ড সফরের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখনে অধিনায়ক করা হয়েছে জসপ্রিত বুমরাহ। লম্বা সময় পর চোট কাটিয়ে ফিরেছেন ডানহাতি এই পেসার।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাক পেয়েছেন রিংকু সিং। আগামী ১৮ আগষ্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ আগষ্ট। সবগুলো ম্যাচই হবে মালাহাইডে।


আয়ারল্যান্ড স্কোয়াড- পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জস লিটল. ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়ারকম, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball