promotional_ad

সাকিবকে হারানোর দিনে ব্যাটিংয়ে ঝড় তুললেন হৃদয়

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব

১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব, ফাইল ফটো

ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাকিব আল হাসান বোলিংয়ে শুরুটা করেছিলেন দারুণ। চারিথ আসালঙ্কাকে ফেরানোর পর খেই হারিয়ে ফেলেন তিনি। তবে শেষ বেলায় এসে রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন সাকিব। ব্যাট হাতে ব্যর্থতার দিনে ২ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে ব্যাটিংয়ে উজ্জ্বল দিন পার করেছেন তাওহীদ হৃদয়।


৪ ছক্কা ও ২ চারে মাত্র ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তরুণ এই ব্যাটার। হৃদয়ে এমন ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে গুরবাজের হাফ সেঞ্চুরিতে সাকিবের গল টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে জাফনা কিংস। তাতে এক ম্যাচ পর আবারও জয়ে ফিরল হৃদয়ের জাফনা।


promotional_ad

পাল্লেকেলেতে জয়ের জন্য ১১৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জাফনা। ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের হাতে বল তুলে দেন গলের অধিনায়ক দাসুন শানাকা। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি সাকিব। দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আসালঙ্কাকে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার।


আরো পড়ুন

মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ

১৬ এপ্রিল ২৫
মোহামেডানের হয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন আসালঙ্কা। তবে শেষ রক্ষা হয়নি ৫ রান করা এই ব্যাটারের। প্রথম ওভারে ৪ রান দিয়ে এক উইকেট নিলেও পরের ওভারে খরুচে ছিলেন সাকিব। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারের ঝুঁলিয়ে দেয়া ডেলিভারিতে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন রহমানুল্লাহ গুরবাজ। পরের দুই বলে এক রান নিয়ে হৃদয়কে স্ট্রাইক দেন আফগানিস্তানের এই ওপেনার।


স্বদেশী সাকিবের লেংথ ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে ছক্কা মারেন হৃদয়। পরের বলে চার মেরেছেন মিড অফ দিয়ে। তাতে সেই ওভারে সাকিব খুঁইয়েছেন ১৭ রান। এদিকে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন গুরবাজ। ফলস্বরূপ ৩৩ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। যদিও পঞ্চাশ পেরানোর গুরবাজকে বেশিক্ষণ টিকতে দেননি সাকিব।


বাঁহাতি এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৫৪ রান করা গুরবাজ। শেষ দিকে ধনাঞ্জয়া ডি সিলভাকে দুই ছক্কা মেরে জাফনার জয় নিশ্চিত করেন হৃদয়। ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৪ রানে। হৃদয়কে সঙ্গ দেয়া ডেভিড মিলার অপরাজিত ছিলেন ৭ রানে। গলের হয়ে দুটি উইকেটই নিয়েছেন সাকিব।


এর আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৭ রান করে গল। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন টিম সেইফার্ট। এ ছাড়া শেভন ড্যানিয়েল ২৫ রান করেছেন। বাংলাদেশের সাকিব ব্যাট হাতে ৯ বলে ৬ রান করেছেন। জাফনার হয়ে ১০ রানে চারটি উইকেট নিয়েছেন দুনিথ ওয়াল্লালাগে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball