promotional_ad

২৭ সেপ্টেম্বর মিনি-নিলাম, নিতে হবে রুকি ক্রিকেটার

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন

৭ এপ্রিল ২৫
ফাইল ছবি

এসএ টোয়েন্টি চালু করতে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বিসর্জন দিয়েছিল সাউথ আফ্রিকা। দেশের ক্রিকেটের উন্নতিতে এবার ভিন্ন এক পথে হাঁটতে যাচ্ছে তারা। মিনি-নিলাম থেকে অন্তত একজন রুকি ক্রিকেটার দলে নেয়ার শর্ত জুড়ে দিচ্ছে সাউথ আফ্রিকা।


২০২৩ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় এসএ টোয়েন্টির প্রথম আসর। একই সময় পর্দা উঠবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুমের। ২০২৪ সালের এসএ টোয়েন্টির দ্বিতীয় মৌসুমের মিনি-নিলাম হবে আগামী ২৭ সেপ্টেম্বর।


promotional_ad

নিলামে মোট ২১টি স্লট রাখা হয়েছে। যার মধ্যে রুকি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত ছয়টি স্লট। মূলত রুকি খেলোয়াড় হলো ২২ বছরের কম বয়সী সাউথ আফ্রিকান ক্রিকেটার, যিনি এর আগে এসএ টোয়েন্টি খেলেননি।

প্রতিটি দলকে ১৯ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড তৈরি করতে হবে। যেখানে সর্বনিম্ন দশজন সাউথ আফ্রিকান ক্রিকেটার, সর্বোচ্চ সাতজন বিদেশি খেলোয়াড় এবং একজন রুকি খেলোয়াড় থাকতে হবে। স্কোয়াড সাজাতে দলগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে সাউথ আফ্রিকান মুদ্রায় ৪৪.১ মিলিয়ন রেন্ড, যা আগে ছিল ৩৯.১।


অবশ্য বেশির ভাগ দলই নিজেদের উদ্বোধনী মৌসুমের ক্রিকেটারদের ধরে রেখেছে। ডারবানের সুপার জায়ান্টের কাছে স্কোয়াড পূরণ করার জন্য সবচেয়ে কম দুটি স্লট রয়েছে। যার জন্য তাদের আছে ১.৬৭৫ মিলিয়ন আফ্রিকান রেন্ড।


গত মৌসুমের রানার্স-আপ প্রিটোরিয়া ক্যাপিটালসকে সর্বাধিক পাঁচজন ক্রিকেটার দলে নিতে পারবে। যার মধ্যে তাদের চারজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে তারা। এর জন্য তাদের হাতে অবশ্য ৯.৭৩৭ মিলিয়ন রেন্ড থাকছে।


এদিকে নিলামের দিনে ২১টি স্লটের বাইরেও চারটি দল সুপার জায়ান্টস, ক্যাপিটালস, রয়্যালস এবং জোবার্গ সুপার কিংস ওয়াইল্ড-কার্ডের মাধ্যমে খেলোয়াড় দলে নিতে পারবে। কারণ তারা গত মৌসুমের ওয়াইল্ড কার্ড খেলোয়াড়দের মূল দলে অন্তর্ভুক্ত করেছে। যা তাদের চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball