ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে জরিমানা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
ব্যাটারদের ব্যর্থতায় সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ৪ রানে হেরে সিরিজ শুরু করেছে ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর এবার জরিমানাও গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার দলকে। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র শতাংশ জরিমানা করা হয়েছে ভারতকে। এদিকে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজের জরিমানা ম্যাচ ফি’র ১০ শতাংশ।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে জয়ের জন্য ১৫০ রান তাড়া করতে নেমে তিলক ভার্মা ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ইশান কিশান, শুভমান গিল, সূর্যকুমার যাদব, হার্দিক, সাঞ্জু স্যামসন কেউই দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।

শেষ ওভারে রোমারিও শেফার্ডের ১০ রান প্রয়োজন হলেও সেই সমীকরণ মেলাতে পারেননি কেউ। ফলে ৪ রানে হেরে সিরিজ শুরু করেছে ভারত। এমন হারের দিনে জরিমানা গুনতে হয়েছে সফরকারীদের। জরিমানার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজও।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুযায়ী, কোনও দল যদি বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইনিংস শেষ করতে ব্যর্থ হয় তাহলে অতিরিক্ত সময়ে করা প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হবে।
অনফিল্ড আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং প্যাট্রিক গুস্টার্ড, তৃতীয় আম্পায়ার নাইজেল ডুগুইড এবং চতুর্থ আম্পায়ার লেসলি রেইফার তাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারিদের আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসন দুদলের অধিনায়ককে এই জরিমানা করেছেন।
ফলে ভারতের এক ওভার কম করার জন্য ৫ শতাংশ এবং দুই ওভারের জন্য স্বাগতিকদের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির এক বিবৃতি অনুসারে, দুদলের অধিনায়ক নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন। যার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।