‘৩০ ওভার বোলিং না করলে চা-লাঞ্চ কিছুই পাবে না’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিবদের দেশপ্রেম ও নাসেরের চোখে বাস্তবতা
৩০ মার্চ ২৩
স্লো ওভার রেটের কারণে বড় ধরনের শাস্তিই পেতে হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। সফরকারীদের দেয়া শাস্তিতে আইসিসির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনারের মতে, ক্রিকেটারদের সঙ্গে অন্যায়ই করছে আইসিসি। যদিও আরও কঠোর শাস্তির প্রস্তাব করেছেন নাসের হুসেইন।
এবারের অ্যাশেজ শুরুর আগে বেন স্টোকস জানিয়েছিলেন তারা সমর্থকদের বিনোদন দিতে চান। ইংলিশ অধিনায়কের সঙ্গে সুর মিলিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনরা। যা করতে গিয়ে মোটামুুটি বিপাকেই পড়তে হয়েছে ইংল্যান্ডকে। এবারের অ্যাশেজে ২৮ পয়েন্টের মাঝে মাত্র ৯ পয়েন্ট টিকেছে ইংল্যান্ডের। ২৮ পয়েন্ট হওয়ার কথা থাকলেও জরিমানা গোনায় পুরোটা পাওয়া হয়নি। স্লো ওভার রেটের কারণে ১৯ পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড।

এদিকে সফরকারী অস্ট্রেলিয়া খুইয়েছে ১০ পয়েন্ট। মূলত নির্ধারিত সময়ের মাঝে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারায় প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট করে কেটে নেয়া হয়। সেই সঙ্গে ক্রিকেটারদেরও ম্যাচ ফি জরিমানা করা হয়। যা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন খাওয়াজা। যদিও আরও কঠোর শাস্তি চান নাসের। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, সমর্থকরা ৯০ ওভার খেলা দেখার জন্য টাকা দেন তাহলে তারা কেন কম দেখবেন।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
আইসিসির রিভিউ নামের শোতে কথা বলার সময় নাসের বলেন, ‘আমার মনে হয় পেনাল্টি কঠোরই হওয়া উচিত। এটা সমর্থকদের বেশ হতাশ করে। বিশেষ করে ইংল্যান্ডে যেমন টিকিটের অনেক দাম। ফলে আপনি পুরো দিনের খেলা চাইবেন। হয়তো অনেকে বলতে পারেন, আপনি যে করেই হোক বিনোদন পাচ্ছেন। তবে আপনি যদি ৯০ ওভারের টাকা দেন, তাহলে আপনি ৯০ ওভারই প্রত্যাশা করবেন বলে মনে করি।’
‘এরপর যদি আধা ঘণ্টা অতিরিক্ত খেলার পরও ৮৫ ওভারের পরই উঠে যান, তাহলে আমার মনে হয় জরিমানা, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়া (উচিত), এর কারণে এরই মধ্যে দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা হারানোর উদাহরণ আছে। ফলে আইসিসির দলগুলোর ব্যাপারে কঠোর হওয়া চালিয়ে যাওয়া উচিত।’
টেস্টের নিয়ম অনুযায়ী প্রতিদিন ৯০ ওভার করে খেলা হয়। যেখানে দিনের প্রতি সেশনে খেলা হয় ৩০ ওভার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার কন্ডিশনে খেলা হলে প্রতিদিন ৯০ ওভার বোলিং করা খানিকটা কষ্টসাধ্য। কারণ ওই কন্ডিশনে বেশিরভাগ সময়ই পেসারদের নিয়ে একাদশ সাজানো হয়।
প্রতি সেশনে ৩০ ওভার বোলিং না করলে ক্রিকেটারদের লাঞ্চ ও চা দেয়া হবে না, এমন নিয়ম চান নাসের। তিনি বলেন, ‘আমি মনে করি, যদিও জানি এ ব্যাপারে টিভি কোম্পানিগুলোরও একমত হতে হবে। যদি আপনি নির্দিষ্ট ৩০ ওভার না করেন, তাহলে আপনাকে মাঠে থাকতে হবে। আপনি না হলে লাঞ্চ পাবেন না, চা খেতে পারবেন না।’