অ্যাশেজ থেকে বাদ পড়ে ডুবে যাওয়ার অনুভূতি হয়েছিল ফোকসের

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
হ্যারি ব্রুকের দুর্দান্ত ব্যাটিং কাল হয়ে আসে বেন ফোকসের। এদিকে চোটে পড়ার আগে বাজবলের আসল তৃপ্তিটা দিয়েছিলেন জনি বেয়ারস্টো। যে কারণে তাদের দুজনকে খেলাতে বাদ দেয়া হয় নিয়মিত উইকেটকিপার ফোকসকে। অ্যাশেজের দল থেকে বাদ পড়ায় ডুবে যাওয়ার হয়েছিল তার।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) ওয়ানডে কাপে লেস্টারশায়ারের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সারের হয়ে খেলা ফোকস। অথচ সোমবারে তিনি সাক্ষী হতে পারতেন দুর্দান্ত এক অ্যাশেজ সিরিজের। তবে সেটা শেষ পর্যন্ত হয়নি। গলফ খেলতে গিয়ে বেয়ারস্টো চোটে পড়ায় কপাল খুলে ব্রুকের। নিউজিল্যান্ডে খেলতে গিয়ে রীতিমতো তাণ্ডব চালান তিনি।

রঙিন অভিষেক ইংল্যান্ডের একাদশে নিজের জায়গাও পোক্ত করেন তরুণ এই ব্যাটার। এদিকে চোট কাটিয়ে ফেরেন বেয়ারস্টোও। চোটে পড়ার আগে ইংল্যান্ডের বাজবলকে পূর্ণতা দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড যে ঘরানার ক্রিকেট খেলতে চায় তার পুরো প্রতিফলন আছে ব্রুক ও বেয়ারস্টোর ব্যাটিংয়ে।
তাদের দুজনকে জায়গা দিতে বাদ দেয়া হয় ফোকসকে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের অধীনে সময়টা ভালোই যাচ্ছিল এই উইকেটকিপার ব্যাটারের। তাদের অধীনে ৯ ম্যাচ খেলা ফোকস রান করেছেন ৩৮.৯ গড়ে। তবুও বেয়ারস্টোকে খেলাতে বাদ দিতে হয় ৩০ বছর বয়সি এই ক্রিকেটারকে। ফোকস যখন অ্যাশেজকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছিলেন তখনই তার কাছে ফোন আসে।
এবারের অ্যাশেজে যে তিনি থাকছেন না ফোন করে সেটাই জানিয়ে দেন প্রধান কোচ ম্যাককালাম এবং ব্যবস্থাপনা পরিচালক রব কি। তাকে খোলাসা করে বিস্তারিত সবকিছু বলেন তারা দুজন। খারাপ লাগলেও ইংল্যান্ডের বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটার।
টেলিগ্রাফের সঙ্গে আলাপকালে ফোকস বলেন, ‘এবার আমি ভালো করেছি এবং যেভাবে খেলছিলাম তাতে আমি খুশি ছিলাম। আপনার খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আপনি যেখানে থাকতে চান সেটাই পান। আপনার ক্যারিয়ারটা ভালোভাবেই যাচ্ছিল এবং তার এটা পুরোপুরি অন্য দিকে চলে গেল।
এটা আসলে ডুবে যাওয়ার মতো অনুভূতি। কারণ আপনি আসলেই জানেন না আপনার কি করতে হবে। আপনি নিজেকে বলতেও পারবে না আপনি ভালো করেননি। যাদের দলে নেয়া হয়েছে তারাও খুব ভালো করেছে। এখানে আসলে আঙুল ফল টক এমন ব্যাপার নেই। এটা আসলে খারাপ লাগা।’