পুরোপুরি ফিট না হলেও আর্চারকে বিশ্বকাপে নিয়ে যাবে ইংল্যান্ড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঞ্জাবের ‘হ্যাটট্রিক’ আটকে দিয়ে জিতল রাজস্থান
৫ এপ্রিল ২৫
চোটের সঙ্গে জফরা আর্চারের যেন বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। ইংল্যান্ডের জার্সি গায়ে যত ম্যাচ খেলেছেন তার চেয়ে বেশি যেন মিস করেছেন ডানহাতি এই পেসার। কনুইয়ের চোটের কারণে মাঠের বাইরে থাকলেও ওয়ানডে বিশ্বকাপে তাকে পেতে আশাবাদী ইংল্যান্ড।
অস্ত্রোপচারের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ইংলিশ কাউন্টির ক্লাব সাসেক্সে অধীনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন আর্চার। কদিন আগে সাসেক্সের কোচ পল ফারব্রেস জানিয়েছেন আর্চার বিশ্বকাপ খেলার পথেই আছেন। এদিকে দ্য টেলিগ্রাফ জানিয়েছে পুরোপুরি ফিট না হলেও আর্??ারকে নিয়ে বিশ্বকাপে যাবে ইংল্যান্ড।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ৫০ ওভারের ক্রিকেটের শিরোপা জেতে ইংলিশরা। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আর্চার। ২৩.০৫ গড়ে ২০ উইকেট নিয়ে বিশ্বকাপ জেতায় অবদান রেখেছিলেন ২৮ বছর বয়সি এই পেসার।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
সেই বছরের অ্যাশেজে বল হাতে আলো ছড়িয়েছিলেন আর্চার। মাত্র ৪ ম্যাচ খেলে নিয়েছিলেন ২২ উইকেট। শুধু ইংল্যান্ডের মাটিতেই নয় ভারতেও পারফর্ম করার অভিজ্ঞতা আছে তার। ২০১৮ আইপিএলে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৫ উইকেট। এবারের আইপিএলে খেললেও চোটের কারণে মাঝ পথেই ছিটকে যেতে হয় তাকে।
এর আগে অবশ্য সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৪ ওয়ানডে খেলে ১২ উইকেট নিয়েছেন আর্চার। এত এত চোটে পড়ার পরও ডানহাতি এই পেসার যে ইম্প্যাক্ট রাখতে পারেন সেটা নিশ্চিতভাবেই প্রমাণ করেছেন। যে কারণে পুরোপুরি ফিট না হলেও আর্চারকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার কথা ভাবছে ইংলিশরা।
৫ সেপ্টেম্বরের মাঝে ঘোষণা করতে হবে বিশ্বকাপের দল। তবে চাইলে ২৭ সেপ্টেম্বরের মাঝে বদলানো যাবে স্কোয়াড। বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলতে ইংল্যান্ড। সেখানে তাকে দেখে নেয়া হতে পারে।
১৫ জনের স্কোয়াডে আর্চার সুযোগ পেলে বদলে যাবে ইংল্যান্ডের বোলিং আক্রমণ। গতি আর ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করতে পারেন আর্চার ও মার্ক উড। পেস বোলিংয়ে তাদের সঙ্গী হতে পারেন ক্রিস ওকস ও স্যাম কারান।