ভারতের স্পিন উইকেটেও ‘বাজবল’ বজায় রাখবে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
অ্যাশেজ শেষে বেশ লম্বা বিরতি পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটাররা। আগামী ছয় মাসে এই সংস্করণে কোনও ম্যাচও খেলবেন না তারা। দীর্ঘ বিরতির পর আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরে পাঁচটি টেস্ট খেলতে যাবে বেন স্টোকসের ইংল্যান্ড। ভারতের স্পিন বোলিং সহায়ক উইকেটেও নিজেদের 'বাজবল' তত্ত্ব বজায় রাখতে চায় দলটি। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি জানিয়েছেন এমনটাই।
এবারের অ্যাশেজে ব্যাট হারে বেশ সফল হয়েছেন ক্রলি। সিরিজে ৫৩.৩৩ গড়ে ৪৮০ রান করেন তিনি। 'বাজবল' ঘরানার ক্রিকেটে ৮৮.৭২ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন ২৫ বছর বয়সী ইংলিশ এই ওপেনার।
ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটির ম্যাচগুলো হবে হায়দরাবাদ, বিশাখাপত্নম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায়। সেখানকার স্লো এবং টার্নিং উইকেটে এতো আগ্রাসী থাকাটা সহজ হবে না ক্রলিদের। যদিও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

ক্রলি বলেন, 'তাদের মাঠগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই আমার। ভারতে কখনও কখনও কিছু উইকেটে সিম ও সুইং করে কিছুটা। তাদের অবিশ্বাস্য সব পেসার আছে এখন। আশা করি, পেস উপযোগী কিছু পিচ থাকবে, যা আমাদেরও হয়তো কিছুটা সহায়তা করবে।'
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
'তবে যদি স্পিনিং উইকেট হয়, আমার মনে হয়, আমরা স্পিনও ভালো খেলি। উইকেট যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। তবে মাঠগুলো অনেকটাই অচেনা। জানি না, গতবার আহমেদাবাদ ও চেন্নাইয়ে যেমন ছিল (টার্নিং), এবার তেমন হবে কি না।'
আগামী ছয় মাসে অবশ্য কাউন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন ক্রলিসহ ইংল্যান্ডের অন্যান্য টেস্ট ক্রিকেটাররা। এসব ম্যাচেই ভারত সিরিজের প্রস্তুতি সারতে চান ক্রলি।
তিনি আরও বলেন, 'আগে কখনও ৬ মাসের বিরতি ছিল কি না, মনে করতে পারি না। এই সময়টায় কিছু টি-টোয়েন্টি খেলব এবং আশা করি, সাদা বলে আরও কিছু খেলার সুযোগ পাব। এরপর আবার ফিরে ভারতে আমাদের দলের জন্য অসাধারণ এক সুযোগ যে, সেখানকার কন্ডিশনে আমরা কীভাবে নিজেদের মেলে ধরতে পারি।'
’