হার দিয়ে সিরিজ শুরু ভারতের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
জয়ের জন্য শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। আর হাতে ছিল ৪ উইকেট। এমন সমীকরণের ম্যাচও নিজেদের করে নিতে পারল না ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার রানে হেরে গেল সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ক্যারিবিয়ানরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
১৯তম ওভারের প্রথম বলেই অক্ষর প্যাটেলের উইকেট হারায় ভারত। ১১ বলে ১৩ রান করা অক্ষরকে হারিয়ে ভেঙে পড়ে দলটি। তারপরও সেই ওভারে ১১ রান নেন আর্শদীপ সিং ও কুলদিপ যাদব।
এরপর শেষ ওভারে জিততে হলে ভারতকে করতে হতো আরও ১০ রান। শেষ ওভারের প্রথম বলে কুলদিপের উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে সফরকারীরা। এই চাপ থেকে আর বের হতে পারেনি দলটি।

শেষ ৫ বলে আরও একটি উইকেট হারায় তারা। আর স্কোরবোর্ডে তুলতে পারে মাত্র ৫ রান। আর তাই ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হার্দিক পান্ডিয়ার ভারতকে।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
লক্ষ্য তাড়ায় মাত্র ৫ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শুভমান গিল আউট হন তৃতীয় ওভারেই, মাত্র তিন রান করে। আর পঞ্চম ওভারে ফিরে যান আরেক ওপেনার ইশান কিশান।
সেখান থেকে ভারতকে টেনে তোলেন সূর্যকুমার যাদব ও এই ম্যাচে অভিষেক হওয়া তিলক ভার্মা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে ৩৯ রান তোলেন। ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিলক বার্মা।
এ ছাড়া সূর্যকুমার যাদব ২১ এবং হার্দিক ১৯ রান করেন। তবে লো স্কোরিং ম্যাচে ভারতকে জেতাতে পারেনি এইসব ইনিংস। শেষদিকে সাঞ্জু স্যামসন ও পান্ডিয়ার ৩৬ রানের জুটিতে স্বপ্ন বুনছিল ভারত। তবে শেষরক্ষা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ওবেড ম্যাকয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে'র ৬ ওভারে ২ উইকেট হারালেও ৫৪ রান তুলে ফেলে তারা। অধিনায়ক পাওয়েল ও ওয়ানডে সিরিজে না খেলা নিকোলাস পুরানের দারুণ ব্যাটিংয়ে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে তারা।
সাবেক অধিনায়ক পুরান ৩৪ বলে দুটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। আর পাওয়েল তিনটি করে চার এবং ছক্কায় ৩২ বলে করেন ৪৮ রান। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন আর্শদিপ সিং ও যুবেন্দ্র চাহাল। এ ছাড়া হার্দিক ও কুলদিপ নেন একটি করে উইকেট।