হৃদয়ের ব্যাটে রান তবুও বড় ব্যবধানে হারল জাফনা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগের ম্যাচেই ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে এই টাইগার ব্যাটার ২০ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও তার দল ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।
এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছিল জাফনা কিংস। জবাবে খেলতে নেমে ২২ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ডাম্বুলা। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জাফনা।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি দলটি। তারা দলীয় ২০ রানেই হারায় ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট। এই ওপেনার ফিরে যান ১৪ রান করে। দ্বিতীয় উইকেটে হৃদয় ও চারিথা আসালাঙ্কা মিলে যোগ করেন ৫৫ রান।
হৃদয় আউট হয়ে গেলে আবারও বিপর্যয়ে পড়ে জাফনা। এরপর প্রিয়ামাল পেরেরাও থিতু হতে পারেননি। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। আসালাঙ্কা হাফ সেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি। ডেভিড মিলারের ১৪ রান ছাড়া নিচের দিকের আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
ডাম্বুলার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো। একটি করে উইকেট নিয়েছেন শাহনাওয়াজ দাহানি, হেইডেন কার, ধনঞ্জয়া ডি সিলভা ও নূর আহমেদ।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতেই ৭৬ রান তোলেন আভিষ্কা ফার্নান্দো ও কুশাল মেন্ডিস। মেন্ডিস ২৩ বলে ২৯ করে ফিরলেও ৩২ বলে ৫২ রান করেছেন ফার্নান্দো।
তিনিও আউট হয়ে গেলে সাদিরা সামারাবিক্রমা ১২ ও কুশাল পেরেরা ৫ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। দুনিথ ওয়ালালাগে ও বিজয়কান্ত বিয়াসকান্ত একটি করে উইকেট নেন জাফনার হয়ে।