ভারত সিরিজে অবসরে যাওয়া মঈনকে চান হার্শা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
অ্যাশেজের আগে অবসর ভেঙে টেস্টে ফিরেছিলেন মঈন আলী। তবে অ্যাশেজ শেষ হতেই আবারও সাদা পোশাকের জার্সিটা তুলে রাখার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার। তবুও মঈনকে পরের বছরের ভারত সফরের ইংল্যান্ড দলে দেখতে চান হার্শা ভোগলে।
রঙিন বলের ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা। সব মিলিয়ে পাঁচদিনের টেস্ট খেলাটা কষ্টসাধ্য হয়ে উঠছিল মঈনের জন্য। যে কারণে ২০২১ সালে হুট করেই টেস্টকে বিদায় বলেন তিনি। যদিও বাজবল তত্ত্বে খেলার সবশেষ ডিসেম্বরে পাকিস্তানে হওয়া সিরিজে ফিরতে চেয়েছিলেন মঈন। তবে সেটা হয়ে উঠেনি।
জ্যাক লিচের চোটে অবশ্য মঈনের কপাল খুলে অ্যাশেজে। বাঁহাতি এই স্পিনার ইনজুরিতে পড়লে মঈনকে টেস্ট ফেরার অনুরোধ জানান বেন স্টোকস। বন্ধুর প্রস্তাব ফেলতে না পেরে অবসর ভেঙে ফেরেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এবারের সিরিজে চারটি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে ১৮০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯ উইকেট।

মঈনের বলার মতো পারফরম্যান্স ছিল শেষ টেস্টে। ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং প্যাট কামিন্সকে ফিরিয়ে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন মঈন। এমন পারফরম্যান্সের পর ২০২৪ সালে ইংল্যান্ডের ভারত সফরের দলে মঈনকে চান হার্শা। তাকে ফেরাতে স্টোকস কথা না বললে অবাক হবেন বলে জানান জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
তামিমের সুস্থতা কামনা করে তিওয়ারি-যুবরাজদের বার্তা, 'জিততেই হবে বন্ধু'
২৪ মার্চ ২৫
সিরিজ শেষ হওয়ার টুইট করে হার্শা বলেন, ‘ফেব্রুয়ারিতে ভারতে মঈনের থাকা নিয়ে তার সঙ্গে বেন স্টোকসের কথা না হলে আমি খুবই অবাক হবো। সে যদি ফিট এবং অ্যাভেইলএবল থাকে তাহলে ইংল্যান্ডের বাছাই করা প্রথম চার ক্রিকেটারের মধ্যে থাকতে হবে। আমার সেরা পাঁচ? স্টোকস, রুট, লিচ, মঈন, উড।’
I will be very surprised if Stokes isn't having that conversation with Moeen Ali about being in India in February. If fit and available, he should be among the first 4 players England pick. My first 5? Stokes, Root, Leach, Moeen, Wood
— Harsha Bhogle (@bhogleharsha) July 31, 2023
অ্যাশেজের আগে স্টোকস অনুরোধ করে ফেরালেও এবার সেটার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে হাসির ছলে মঈন জানিয়েছেন, আবার যদি স্টোকস মেসেজ পাঠায় তাহলে সেটা তিনি ডিলিট করে দেবেন।
মঈন বলেন, ‘স্টোকসি আবার আমাকে (ফিরতে অনুরোধ করে) মেসেজ পাঠালে সেই মেসেজ আমি ডিলিট করে দেব। (টেস্টে) আমার পালা শেষ। আমি (ফেরাটা) উপভোগ করেছি। আর এভাবে শেষ করতে পারাটা তো বড় কিছুই।’