promotional_ad

সাকিব-শানাকার অলরাউন্ড নৈপুণ্যের পর সুপার ওভারে জিতল গল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডাম্বুলা অরার বিপক্ষ জয় পেতে শেষ ওভারে ডিফেন্ড করতে হতো ১৬ রান। কিন্তু কাসুন রাজিথার করা সেই ওভারে এক ছক্কা ও এক চারে ১৫ রান নিয়ে নেন অ্যালেক্স রস ও বিনুরা ফার্নান্দো। আর তাতেই ম্যাচ টাই করে ফেলে ডাম্বুলা। ফলে ম্যাচ চলে যায় সুপার ওভারে।


ডাম্বুলার হয়ে সুপার ওভারে ব্যাট করতে নামেন কুশাল পেরেরা ও রস। প্রথম বলেই রাজিথাকে চার হাঁকালেও তৃতীয় বলে তার বলে সুরিয়াবান্দারাকে ক্যাচ দিয়ে আউট হন পেরেরা। এরপর ব্যাটিংয়ে নামেন হেইডেন কার। শেষ তিন বলে কার ও রস মিলে নেন ৫ রান। ফলে গলের সামনে সুপার ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০ রানের। বিনুরা ফার্নান্দোর ২ বলেই এক চার ও এক ছক্কায় গলের জয় নিশ্চিত করেন ভানুকা রাজাপাকশে।


promotional_ad

এর আগে এই ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। আগে ব্যাট হাতে ১৪ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে নিয়েছেন একটি উইকেট। গলের করা ১৮০ রানের জবাবে সমান রানে থামে ডাম্বুলার ইনিংস। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি গল। তারা দলীয় ২২ রানেই হারায় ওপেনার লাসিথ ক্রসপুলেকে।


তাকে ব্যক্তিগত ৩ রানে বোল্ড করে ফেরান পাকিস্তানি পেসার শাহনাওয়াজ দাহানি। এরপর আরেক ওপেনার শেভন ডেনিয়েল ৫০ রানের জুটি গড়েন ভানুকা রাজাপাকশেকে নিয়ে। ড্যানিয়েল ২৬ বলে ৩৩ ও রাজাপাকশে ৩৪ বলে ৪৮ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে গল।


সেখান থেকে সাকিব ও টিম সেইফার্ট মিলে টেনে তোলার চেষ্টা চালান। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি সেইফার্ট। তিনি আউট হন ১৪ রান করে। এরপর সাকিবের ১৪ বলে ২৩ ও অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ২১ বলে ৪২ রানে বিশাল পুঁজি পায় গল।


৪ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন লাহিরু সামারাকন। ডাম্বুলার হয়ে ২টি উইকেট নেন দাহানি। একটি করে উইকেট পান বিনুরা ফার্নান্দো ও ধনঞ্জয়া ডি সিলভা। বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২ রানেই দুই ওপেনারকে হারায় ডাম্বুলা। এরপর দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন ধনঞ্জয়া ও কুশাল পেরেরা।


যদিও এই দুজন ফেরার পর আবারও চাপে পড়ে ডাম্বুলা। এরপরই শুরু হয় ডাম্বুলার ব্যাটারদের আসা যাওয়া। অ্যালেক্স রোজ ও হেইডেন কার শেষদিকে দারুণ খেলে দলকে জয়ের পথেই রেখেছিলেন। তবে গলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় না পেলেও ম্যাচ টাই করে ফেলে ডাম্বুলা। গলের হয়ে ৩টি উইকেট নেন শানাকা, দুটি উইকেট যায় কাসুন রাজিথার ঝুলিতে। সাকিবের সঙ্গে একটি উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball