promotional_ad

কাউন্টিতে খেলবেন না রাহানে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে

১৬ এপ্রিল ২৫
কলকাতার জার্সিতে রাহানে

আগামী ডিসেম্বরের আগে ভারতের আর কোনো সাদা পোশাকের ম্যাচ নেই। সীমিত ওভারের দলে না থাকায় এই লম্বা সময় অবসরে কাটবে আজিঙ্কা রাহানের। এর মধ্যে কাউন্টিতে খেলার সুযোগ ছিল তার সামনে। চুক্তিও হয়েছিল লিস্টারশায়ারের সঙ্গে। 


যদিও কাউন্টিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রাহানে। এরই মধ্যে লিস্টারশায়ারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই ভারতীয় ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই কাউন্টি খেলতে ইংল্যান্ডে পাড়ি জমানোর কথা ছিল রাহানের।


promotional_ad

তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই পরামর্শ মেনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শেষ করেছেন তিনি। এরপর হুট করেই কাউন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ভারতীয় ব্যাটার।


মূলত চাপ না নিতে চাওয়ার কারণেই তিনি কাউন্টিতে খেলবেন না। লিস্টারশায়ারের হয়ে কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও ওয়ানডে টুর্নামেন্টেও তার খেলার কথা ছিল। অংশ নেয়ার কথা ছিল টি-টোয়েন্টি ব্লাস্টের কয়েকটি ম্যাচেও।


রাহানে না থাকায় অজি ব্যাটার পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে লিস্টারশায়ার। মৌসুমের মাঝ পথে দলে আর কোনো পরিবর্তন আনতে চাইছে না। এরই মধ্যে রাহানের না খেলা প্রসঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে লিস্টারশায়ার কতৃপক্ষ।


সেখানে তারা বলেছে, 'আন্তর্জাতিক ক্রিকেটের চাপ বৃদ্ধির কারণে রাহানে কাউন্টি না খেলার কথা জানিয়েছেন। আগস্ট এবং সেপ্টেম্বর— এই দু'মাস ক্রিকেট থেকে দূরে থাকার কথা আমাদের জানিয়েছে রাহানে।  আমরা রাহানের পরিস্থিতি বুঝতে পারছি।'


রাহানের ব্যস্ত সুচির কথা জানিয়ে তারা আরও বলেছে, 'গত কয়েক মাসে প্রচুর ক্রিকেট খেলতে হয়েছে তাকে। ভারতের মাটিতে যেমন খেলেছে, তেমন জাতীয় দলের সঙ্গেও সফর করেছে। তাই আমরা তার ইচ্ছাকে মর্যাদা দিচ্ছি। তার বিশ্রাম দরকার। পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball