promotional_ad

যুবরাজের ছয় ছক্কাই বদলে দিয়েছিল ব্রডকে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

লাল বল হাতে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ৬০০টি, হাতে গোনা কয়েকজন বোলারই করতে পেরেছেন এমন কৃতিত্ব! অথচ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ছয় ছক্কার সেই খারাপ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন স্টুয়ার্ট ব্রড। এমন ঘটনার ১৭ বছর পর অ্যাশেজের শেষ টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় বলবেন এই বোলার, কিন্ত এখনও পিছু ছাড়ছে না সেই ওভার নিয়ে প্রশ্ন! যদিও ব্রডের দাবি, সেই ছয় ছক্কার পরই বদলে গিয়েছিলেন তিনি।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে যুবরাজ তার এক ওভারে পরপর ছয়টি ছয় মেরেছিলেন। ওভারটি ইতিহাসের পাতায় লেখা থাকবে, কারণ টি-টোয়েন্টির ক্রিকেটে সেবারই প্রথম কোনও বোলার এক ওভারে ছয়টি ছক্কা হজম করেছিলেন।


promotional_ad

গতকাল শনিবার (২৯ জুলাই) ব্রড নিজের অবসরের ঘোষণা দিয়েছেন। সেখানেও তাকে সেই ওভারটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, যা এড়িয়ে যেতে পারেননি এই ইংলিশ পেসার। তবে ব্রড অনেকটা জোর দিয়েই বলছেন যে এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

তিনি বলেন, 'হ্যাঁ, এটা অবশ্যই একটি কঠিন দিন ছিল, আমি কত ছিলাম (বয়স) ২১ অথবা ২২?, আমি অনেক কিছু শিখেছি, আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটি মানুষিক রুটিন তৈরি করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে, আন্তর্জাতিক পারফর্মার হিসাবে আমি ছোটো ছিলাম। আমি আমার প্রস্তুতিতে তাড়াহুড়ো করেছিলাম, আমার কোনও প্রাক-বলের রুটিন ছিলও না, আমার কোনও ফোকাস ছিল না।'


এ সময় ব্রড বলেছেন যে যুবরাজের বিরুদ্ধে সেই অভিজ্ঞতা তার মানসিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এ সময় তিনি বেন স্টোকসের উদাহরণ টানেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কার্লোস ব্র্যাথওয়েটের কাছে শেষ ওভারে টানা চারটি ছক্কা হজম করেছিলেন স্টোকস। এই চার ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালও হারে ইংল্যান্ড।


ব্রড বলেন, 'আমি আমার 'যোদ্ধার মতো মানসিকতা' তৈরি করা শুরু করেছিলাম। সেই অভিজ্ঞতার পর থেকেই আমি এটাকে এই নামে ডাকি। অবশ্যই আমি চিন্তা করি, আমার সাথে যদি এটা না হত। আমাকে আসলে যেটা সাহায্য করেছে।'


'আমি মনে করি এটা একটা মৃত রাবার ছিল (ভাগ্য আগে থেকেই লেখা ছিল), ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জন্য আমি দায়ী ছিলাম না। কিন্তু আমি মনে করি, এটি আমাকে আজও পর্যন্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলেছে এবং আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball