রশিদের বদলি সোধি, ছিটকে গেলেন হিলি-পেরি

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ
১৯ ফেব্রুয়ারি ২৫
দ্য হান্ড্রেড চলাকালীন শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। দেশের খেলার জন্য ১০০ বলের টুর্নামেন্টের পুরো মৌসুম খেলতে পারবেন না রশিদ খান। যে কারণে ১০ আগষ্ট থেকে রশিদের বদলি হিসেবে ট্রেন্ট রকেটসের যোগ দেবেন ইশ সোধি।
টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে যাদেরকে পুরো মৌসুম পাওয়া যাবে না তাদের বিকল্প ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আফগানদের বিপক্ষে খেলা থাকায় ১৪ আগষ্টের পর থেকে পাওয়া যাবে না শাদাব খানকে।

বার্মিংহাম ফিনিক্সে পাকিস্তানের এই লেগ স্পিনারের বদলি হিসেবে খেলবেন অস্ট্রেলিয়ার তানভীর সাঙ্গা। লন্ডন স্পিরিটে ওলি স্টোনের জায়গায় খেলবেন ড্যান ওরেল। ম্যানচেস্টার অরিজিনালসে জশুয়া লিটলের জায়গায় খেলবেন জামান খান। প্রথমবারের মতো দ্য হান্ড্রেডে খেলবেন পাকিস্তানের এই ক্রিকেটার।
ম্যানচেস্টার যদি এলিমেনেটর কিংবা ফাইনালে যায় সেক্ষেত্রে আবারও দলের সঙ্গে যোগ দেবেন লিটল। ২০ আগষ্ট থেকে হেনরিখ ক্লাসেনের জায়গায় ওভাল ইনভিনসিবসের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। ওয়েলশ ফায়ারে ওলি পোপের বদলি বেন গ্রিন।
মেয়েদের দ্য হান্ড্রেড থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার ছিটকে গেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোটে পড়েন উইকেটকিপার ব্যাটার অ্যালিসা হিলি এবং অ্যালিস পেরি। আঙুলে চোট পাওয়ায় হিলি এবং হাঁটুতে চোট পাওয়া পেরি খেলতে পারবেন না শেষ ওয়ানডেতে।
ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, ৬ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তারকা এই দুই ক্রিকেটারকে। দ্য হান্ড্রেডের এবারের আসরে বার্মিংহামের হয়ে খেলার কথা ছিল পেরি। তবে চোটের কারণে খেলা হচ্ছে না তার। এখনও পেরির বিকল্প ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে হিলির বদলি হিসেবে নর্দান সুপারচার্জার্সের হয়ে খেলবেন ফোবি লিচফিল্ড। নর্দানের হেইদার গ্রাহামের জায়গায় যোগ দিচ্ছেন জেমিমাহ রদ্রিগেজ। সবশেষ আসরে দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২২ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার।