promotional_ad

স্পিনারদের ম্যাচ জিতে এগিয়ে গেল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের খারাপ সময় আরও দীর্ঘ হলো। বিশ্বকাপ বাছাইয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর এই সংস্করণে নিজেদের প্রথম ম‍্যাচেও হারল ক্যারিবিয়ানরা। ব্রিজটাউনে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে দলটি। স্পিনারদের দাপটে এই ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।


৫০ ওভারের খেলায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে পেরেছে অর্ধেক ওভারেরও কম! মাত্র ২৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়েছে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ।


এ ছাড়া অ্যালিক আথানাজে করেছেন ১৮ বলে ২২ রান। দুই অঙ্কের দেখা পেয়েছেন ওপেনার ব্রেন্ডন কিং (১৭) এবং শিমরঙ হেটমায়ার (১১)। ভারতীয়দের কদ্ধে ৬ রান খরচায় চার উইকেট নেন কুলদিপ যাদব।


promotional_ad

মাত্র তিন ওভার হাত ঘুরানো এই স্পিনার মেডেন নিয়েছেন দুটি! এ ছাড়া ছয় ওভারে ৩৭ রান খরচায় তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার এবং শার্দুল ঠাকুর।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

৮৮ রানে নিজেদের চতুর্থ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ২৬ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারিয়েছে দলটি।


লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। টার্ন এবং বাউন্সের এই উইকেটে সফল হননি শুভমান গিল (৭), সূর্যকুমার যাদবরা (১৯)। তবে হাফ সেঞ্চুরি আদায় করে নিয়েছেন উইকেটরক্ষক ওপেনার ইশান কিশান।


তার ৪৬ বলে খেলা ৫২ রানের অসাধারণ ইনিংসে ভিত শক্ত করে জয় পেয়ে গেছে ভারত। এ দিন সাত নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। অধিনায়ক ১৯ বলে ১২ রান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন।


সঙ্গে ২১ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন জাদেজা। ২২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ রান খরচায় দুই উইকেট নেন গুড়াকেশ মোতি। একটি করে উইকেট নেন জেইডেন সিলস এবং ইয়ানিক ক্যারিয়াহ। অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ সেরা নির্বাচিত হন কুলদিপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball