তাসকিনের আগুনে বোলিংয়ের পরও হারল বুলাওয়ে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
৮ এপ্রিল ২৫
জিম আফ্রো টি-টেন লিগে প্রায় প্রতি ম্যাচেই বল হাতে আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। ডারবান কালান্দার্সের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে আবারও বল হাতে চমক দেখালেন এই টাইগার পেসার। এদিন ২ ওভারে ২০ রান খরচায় তাসকিন নিয়েছেন ৩ উইকেট। তবুও ব্যাটারদের ব্যর্থতায় ৭ রানে হারতে হয়েছে বুলাওয়ে ব্রেভসকে। এর ফলে প্লে অফের দৌড় থেকেও ছিটকে গেছে তারা।
এই ম্যাচে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন তাসকিন। ৭ ম্যাচ খেলে তাসকিনের ঝুলিতে রয়েছে ১১ উইকেট। তার চেয়ে এক উইকেট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ হাফিজ। ৮ উইকেট নিয়ে তিন নম্বরে টম কারান।

এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তাসকিনের তোপের মুখে পড়ে কালান্দার্স। নিজের তৃতীয় বলেই কালান্দার্সের ওপেনার টিম সেইফার্টকে ইনোসেন্ট কাইয়ার ক্যাচ বানিয়ে আউট করেন তাসকিন। এরপর সেই ওভারের শেষ বলে তাসকিনের শিকার হন ওয়ান ডাউনে নামা আন্দ্রে ফ্লেচার।
এরপর ইনিংসের তৃতীয় ওভারে আবারও ডাক পড়ে তাসকিনের। সেই ওভারে দ্বিতীয় বলেই দারুণ এক ইয়র্কারে হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করেন এই টাইগার পেসার। এক বল পর নিক ওয়েলচকে আবারও বোল্ড করে কালান্দার্সের ব্যাটিং অর্ডারে চিড় ধরান তাসকিন।
তাসকিনের দারুণ বোলিংয়ের তোপ সামলে কালান্দার্স শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে পারে। দলটির হয়ে সর্বোচ্চ ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন আসিফ আলী। এ ছাড়া ১১ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস এসেছে জর্জ লিন্ডের ব্যাট থেকে। তাসকিনের তিনটি ছাড়াও ২টি করে উইকেট নেন পেট্রিক ডোলে ও টাইমাল মিলস। একটি উইকেট পান তানাকা চিভাঙ্গা।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বুলাওয়ে। তারা মাত্র ১৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। এরপর দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা ও বাউ ওয়েবস্টার। রাজা ১৫ বলে ২১ রান করে আউট হন। ওয়েবস্টার ২১ বলে ৪০ রান করলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয় বুলাওয়েকে।