নেতৃত্বে নাসেরের চোখে এগিয়ে স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
এবারের অ্যাশেজে নেতৃত্বে মুন্সিয়ানা দেখিয়েছেন বেন স্টোকস। তবে এজবাস্টন টেস্টে প্যাট কামিন্সের অসাধারণ নৈপুণ্যে প্রথম ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়াই। এরপর লর্ডসে জিতে এবং বৃষ্টিবিঘ্নিত ম্যানচেস্টার টেস্ট ড্র করে অ্যাশেজ ধরে রেখে সিরিজে চোখ অজিদের। কামিন্স-স্টোকসের নেতৃত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক কার্যত এগিয়ে থাকলেও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন এগিয়ে রাখছেন স্টোকসকে।
অধিনায়কের কাজ শুধুমাত্র দলকে নেতৃত্ব দেয়াই নয়, দলের প্রয়োজনে পারফরম্যান্সও করা লাগে। অ্যাশেজের চার টেস্টে কামিন্স করেছেন সেটিই। বল হাতে এখন পর্যন্ত অজিদের সব থেকে সফল বোলার তিনিই। সাত ইনিংসে উইকেট তুলেছেন ১৬টি, সঙ্গে দলের প্রয়োজনে ব্যাট হাতেও পূরণ করেছেন চাহিদা।

এদিকে অলরাউন্ডার স্টোকস ইনজুরিতে বল হাতে বড় অবদান রাখতে পারেননি। এখন পর্যন্ত নিয়েছেন তিন উইকেট। পাশাপাশি ব্যাট হাতে দেখিয়েছেন কারিশমা, লর্ডস টেস্টে দলের প্রয়োজনে ১৫৫ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন। সিরিজে ৩৬০ রান করে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ অধিনায়ক। স্টোকসের খেল ১৫৫ রানের সেই ইনিংসেই মুগ্ধ হয়েছেন নাসের।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
ডেইলি মেইলে নিজের কলামে নাসের বলেছেন, 'আমার বিশ্বাস জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং ইংল্যান্ডও এটাই গভীরভাবে বিশ্বাস করে। তারা সবেমাত্র একটি পদ্ধতি খুঁজে পেয়েছে, যা তাদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলে। ব্যাট হাতে স্টোকস যা করেছিলেন, তা দেখিয়ে দিয়েছিল কীভাবে ভারসাম্য ঠিক রাখতে হয়। তিনি লর্ডসে চাপ ঝেরে ফেলে দিয়েছিলেন, এরপর ইংল্যান্ড যখন ছয় উইকেট হারিয়ে বসে, তখন তিনি আক্রমণাত্মক হয়ে উঠেন।'
প্রথম দুই টেস্ট হারের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। হেডিংলিতে জয়ের পর ওল্ড ট্রাফোর্ডেও জয়ের দ্বারপ্রান্তে ছিল তারা, কিন্ত বৃষ্টি বাধায় সেটা আর সম্ভব হয়নি। তবে নিজেদের 'বাজবল' তত্ত্বের ধার দেখিয়েছিল ম্যানচেস্টারে। সিরিজ পরাজয় এড়াতে ওভালে তাদের জয়ের কোনও বিকল্প নেই।
নাসের আরও বলেন, 'হেডিংলিতে তিনি (স্টোকস) টড মারফিকে আউট করার জন্য যেভাবে আক্রমণ করেছিলেন, এবং ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছিল, সেটাই ছিল বাজবলের আসল চিত্র। এটা স্পষ্ট করে যে তিনি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি। ফলে আমি তাকে কামিন্সের থেকে একটু এগিয়ে রাখব।'