শাকিলকে আউট করে আগ্রাসী উদযাপনে শাস্তি পেলেন ফার্নান্দো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
সৌদ শাকিল টানা সাত টেস্টে হাফ সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়েছেন। তাকেই ব্যক্তিগত ৫৭ রানে আউট করেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। আউট করেই তার দিকে তেড়ে গিয়েছিলেন ফার্নান্দো।
তার এই উদযাপনই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে খ্যাপাটে মনে হয়েছে। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ কারণেই তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রণ সংস্থা।

সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ঘটনাটি কলম্বো টেস্টের তৃতীয় দিনের। সেই সময় চলছিল পাকিস্তানের ইনিংসের ৮১তম ওভার। আসিথাকে দারুণ একটি চার মেরে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন শাকিল।
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৯ এপ্রিল ২৫
পরের বলে আরেকটি চার মারেন পাকিস্তানের এই ব্যাটার। তাকেই পরের বলে এলবিডব্লিউ করে ফিরিয়ে উল্লাসে মাতেন ফার্নান্দো। আইসিসির মনে হয়েছে ফার্নান্দোর এই উদযাপন অযাচিত ছিল।
দিনের খেলা শেষে ফার্নান্দো নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অবশ্য কলম্বো টেস্টে ভালো অবস্থানে নেই শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার করা ১৬৬ রানের জবাবে ৫ উইকেটে ৫৭৬ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ফলে ৪০৭ রানে এগিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে।