promotional_ad

আর্চারকে নিয়ে সুখবর দিলেন ফারব্রেস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

দীর্ঘদিন ধরেই চোট আর পুনর্বাসনে জীবন কাটছে জফরা আর্চারের। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে এই ইংলিশ পেসারকে দেখা যাবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে সম্প্রতি আর্চারকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন সাসেক্সের কোচ পল ফারব্রেস।


তিনি মনে করেন ঠিক পথেই আছেন আর্চার। এভাবে চলতে থাকলে এই পেসারকে আবারও বল হাতে ছুটতে দেখতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। আর্চারকে নিয়ে দুশ্চিন্তা একেবারে চলে না গেলেও এই পেসারকে নিয়ে দুর্ভাবনা খুব একটা নেই বলেই ধারণা সাসেক্স কোচের।


promotional_ad

তিনি বলেছেন, ‘আর্চার ভালোই এগোচ্ছে। আমার মনে হয় বিশ্বকাপ খেলার জন্য সে সঠিক পথেই আছে, যেটা ইংল্যান্ডের জন্য দারুণ সংবাদ। আমার মনে হয় ইংল্যান্ডের ওর কাছ থেকে সেরাটা বের করে আনার পথ খুঁজে বের করতে হবে, যদি সে পরের অ্যাশেজ সিরিজে যেতে চায়।’


২০১৯ বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত আর্চার। সে বছর অ্যাশেজেও ২২ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। এ বছর ঘরের মাঠে অ্যাশেজ হচ্ছে। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে অ্যাশেজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। এমন সিরিজে দর্শক হয়ে থাকা নিশ্চিতভাবেই মানসিক প্রশান্তি দিচ্ছে না আর্চারকে।


চোটের কারণে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছেন তিনি। এ বছর এসএ টোয়েন্টি দিয়ে দীর্ঘ ২ বছর পর আবারও প্রতিযোগীতামুলক ক্রিকেটে ফিরেছিলেন আর্চার। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি।


বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন এই পেসার। যদিও কনুইয়ের চোটের কারণে আইপিএলের পুরো মৌসুম শেষ করতে পারেননি তিনি। পরে জানা যায় তার কনুইয়ে আবারও স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। ফলে আবারও পুনর্বাসন শুরু করতে হয় তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball