ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে সিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
সামনেই এশিয়া কাপ, এরপর ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপ। এমন ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ তে টেস্ট সিরিজ জয়ের পর, দলের রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কা রাহানে, কেএস ভরত এবং নবদ্বীপ সাইনির সাথে তিনিও দেশে ফিরে আসতে যাচ্ছেন।
ক্যারিবিয়ান সফরে সিরাজকে টি-টোয়েন্টি স্কোয়াডে আগে থেকেই রাখা হয়নি। টেস্ট ও ওয়ানডে দলে ছিলেন এই পেসার। টেস্টে দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ম্যাচে এক ইনিংসে আছে পাঁচটি শিকার। কিন্ত ব্যস্ত সূচীকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

সিরাজে শেষ ওয়ানডে খেলেছিল ২০২২ সালের মার্চ মাসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সিরিজ শেষ করেছিলেন তিনি। সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও তিনিই ছিলেন। গত এক বছরে একদিনের ম্যাচে ভারতের সব থেকে সফল বোলার তিনিই। এ সময় নিয়েছেন ৪৩ উইকেট।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
ক্যারিবিয়ান সফরে তিনটি ওয়ানডে খেলবে ভারত। সিরাজের অনুপস্থিতিতে দলের সব থেকে অভিজ্ঞ পেসার হিসাবে দেখা যাবে শার্দুল ঠাকুরকে। যিনি এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। এছাড়া স্কোয়াডে রয়েছেন ওমরান মালিক, জয়দেব উনাদকাট যাদের সম্মেলিত ম্যাচের সংখ্যা ১৫।
এছাড়াও দলে রয়েছে মুকেশ কুমার, সদ্য সাদা পোশাকে অভিষেক করা এই ভারতীয় অপেক্ষায় রয়েছে রঙিন পোষাকে মাঠে নামতে। তবে দলে হার্দিক পান্ডিয়া থাকায় সিরাজের বদলি নিয়ে ভারতীয় দলে চিন্তার কোনও কিছু থাকারও কথা নয়।
অক্টোবরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চলবে এশিয়া কাপ। এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।