তাসকিনের জোড়া উইকেটে জিতল বুলাওয়ে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৫ ঘন্টা আগে
জিম আফ্রো টি-টেন লিগে আবারও বল হাতে চমক দেখালেন তাসকিন আহমেদ। তার জোড়া উইকেটে ভর করে ক্যাপ টাউন সাম্প আর্মিকে ৩ রানে হারিয়েছে বুলাওয়ে ব্রেভস। এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছিল বুলাওয়ে।
জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২২ রানের বেশি করতে পারেনি ক্যাপ টাউন। নিজের প্রথম ওভারে ১০ রান খরচা করলেও কোনো উইকেট পাননি তাসকিন। বল হাতে ইনিংস শুরু করতে নেমে প্রথম চার বলে একটি বাই রান দিয়েছিলেন শুধু তাসকিন। শেষ দুই বলে রহমানউল্লাহ গুরবাজ তাকে একটি করে চার ও ছক্কা হাঁকান।

এরপর ইনিংসের পঞ্চম ওভারে আবারও ডাক পড়ে তাসকিনের। সেই ওভারেও তাসকিনের ওপর চড়াও হন গুরবাজ। প্রথম দুই বলে চার মারেন গুরবাজ। তৃতীয় বলে তাসকিনকে বিশাল ছক্কা হাঁকান তিনি। পরের দুই বলে ৪৫ রান করা গুরবাজ ও রানের খাতা খোলার আগেই ম্যাথু ব্রিজকেকে আউট করেন এই টাইগার পেসার।
২ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূরণ করেন তাসকিন। এরপর ক্যাপ টাউনের হয়ে তাদিওনাশে মারুমানি ২১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। ভানুকা রাজাপাকশে শেষদিকে ১৪ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বুলাওয়ে। অবশ্য দলটিকে ভালো শুরু এনে দিতে পারেননি রায়ান বার্ল ও ইনোসেন্ট কাইয়া। এই দুজনে যোগ করতে পারেন মাত্র ২৫ রান। বার্ল আউট হন ৯ বলে ১৯ রান করে।
এরপর সিকান্দার রাজার ৭ বলে ১৯, বেন ম্যাকডারমটের ৫ বলে ৭ রানে বড় রানের পথেই ছিল বুলাওয়ে। শেষ পর্যন্ত ৩১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন কাইয়া। ৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন বাউ ওয়েবস্টার। ক্যাপ টাউনের হয়ে একটি করে উইকেট নেন মুজিব উর রহমান ও টম কারান।