promotional_ad

জীবন সহজ করতে রাহানেকে ধারাবাহিক হতে বলছেন কার্তিক

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখনও জাতীয় দলে ফেরার ক্ষুধা আছে রাহানের

২ মে ২৫
সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে ভারতের হয়ে টেস্ট খেলেছেন আজিঙ্কা রাহানে

১৫ মাস টেস্ট দলে ফিরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের গুরুত্বটা বুঝিয়েছিলেন আজিঙ্কা রাহানে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ অভিজ্ঞ এই ব্যাটার। বয়স বেড়ে গেলে দলে টিকে থাকতে ধারাবাহিকভাবে পারফর্ম করার বিকল্প নেই ক্রিকেটারদের। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যর্থ হওয়ার রাহানেকে সেটাই মনে করিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক। জীবন সহজ করতে তাকে ধারাবাহিক হতে বলছেন কার্তিক।


গত বছরের জানুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার পর ছন্দহীনতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন রাহানে। মাঝে প্রায় ১৫ মাস কেটে যাওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দাপট দেখিয়ে টেস্ট দলে ফিরেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ ভালো দুটি ইনিংসও খেলেছিলেন তিনি।


promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ব্যর্থতার মাঝে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন রাহানে। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৪৬ রান। এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছিল ভারত। যদিও ক্যারিবীয়দের বিপক্ষে ভুলে যাওয়ার মতো একটি সিরিজ কাটিয়েছেন রাহানে।


আরো পড়ুন

বাংলাদেশের ২০-৩০ রানের কমতি ছিল, দাবি কার্তিকের

২১ ফেব্রুয়ারি ২৫
দীনেশ কার্তিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ৩ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরের টেস্টেও হাসেনি তার ব্যাট। করেছেন মোটে ৮ রান। এমন পারফরম্যান্সে তাই আবারও প্রশ্ন উঠছে দলে তার জায়গা নিয়ে। ৩৫ বছর বয়সি এই ব্যাটারকে টিকে থাকতে ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন কার্তিক।


ক্রিকবাজের সঙ্গে আলাপকালে কার্তিক বলেন, ‘আজিঙ্কা রাহানের জন্য সিরিজটা খুবই সাদামাটা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা তার বেশ ভালো কেটেছিল এবং এই সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিল। এটা সবাইকে খানিকটা অবাক করেছিল। এটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে সে কিভাবে সহ-অধিনায়ক হলো। তাতে অবশ্য রাহানের কিছু যায় আসে না। ব্যাট হাতে সে দুইটা সুযোগ পেয়েছিল কিন্তু দুটাতেই সে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, পিচটা কঠিন ছিল।’


‘অনেক সময় কঠিন একটা সিরিজ যেতে পারে। আজিঙ্কা রাহানের ক্ষেত্রে কঠিন ব্যাপারটা হচ্ছে তার ধারাবাহিকতা। যে কারণে সে দল থেকে জায়গা হারিয়েছিল। সে জানে সিরিজটা তার ভালো যায়নি। সে এমন একজন ক্রিকেটার যার কিনা সাউথ আফ্রিকা সফরে যাওয়া উচিত। কিছু সময় মনে হবে সে এটা কাজে লাগাতে পারবে। আপনি যদি তুলনামূলক সহজ সিরিজে ভালো করেন আর রান করেন তাহলে এটা তার জীবনকে সহজ করবে।’


ওয়েস্ট ইন্ডিজ সফরে সময়টা ভালো যায়নি শুভমান গিলেরও। নিজের চাওয়াতে ক্যারিবীয়দের বিপক্ষে তিনে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ এই ব্যাটার। প্রথম টেস্টে ৬ রান করা গিল পরের টেস্টে করেছেন ১০ ও অপরাজিত ২৯ রান। ওয়ানডে এবং টি-টোয়েন্টির মতো টেস্টেও গিলকে নিজের ছাপ রাখতে বলছেন কার্তিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball