ম্যানচেস্টার, পোর্ট অব স্পেনের পর কলম্বোতেও বৃষ্টির দাপট

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৯ এপ্রিল ২৫
বৃষ্টির বাগড়ায় সাম্প্রতিক সময়ে ড্র হয়েছে ম্যানচেস্টার টেস্ট এবং পোর্ট অব স্পেইন টেস্ট। এবার কলম্বোতেও হলো বৃষ্টি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছে মোটে ১০ ওভার। আর এই ১০ ওভারেই শ্রীলঙ্কা থেকে এগিয়ে গেল পাকিস্তান।
গতকাল প্রথম দিন শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছিল পাকিস্তান। স্বাগতিকদের থেকে মাত্র ২১ রানে পিছিয়ে ছিল তারা। তারপর আজ ১০ ওভারে তারা তুলেছে ৩৩ রান। এ কারণে লিড হয়ে যায় ১২ রানের। দুই উইকেটে ১৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান।

৮৭ রানে অপরাজিত আছেন দলটির ওপেনার আবদুল্লাহ শফিক। ৪৯ বলে ২৮ রান করে অপরাজিত আছেন বাবর আজম। এই দুজনের জুটি ৫০ রান ছাড়িয়েছে। এ দিন একটি উইকেটও তুলে নিতে পারেনি লঙ্কান বোলাররা।
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
দিনের শুরুতে খেলা হওয়ার পর মাঝের সময়টায় নামে বৃষ্টি। এরপর মাঝের সময়টায় থেমে যায় বৃষ্টি। অবশ্য সেই সময়ও মাঠ ভেজা ছিল। মাঠ পুরোপুরি শুকানোর আগেই আবার বৃষ্টি নামে। লাঞ্চ এবং চা-বিরতির মাঝে একটি ওভারও খেলা হয়নি।
তারপর শেষ সেশনে এসে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করে তোলার মতো সময় অবশিষ্ট ছিল না আর। যার কারণে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
কলম্বো টেস্টের প্রথম দিনই মূল দাপট দেখায় পাকিস্তান। শ্রীলঙ্কাকে মাত্র ১৬৬ রানে অল আউট করে দিয়ে প্রথম দিনই চালকের আসনে বসে সফরকারী্রা। মূলত পাকিস্তানের দুই বোলার আবরার আহমেদ ও নাসিম শাহ ধস নামিয়েছেন শ্রীলঙ্কার ইনিংসে। ৪৮.৪ ওভারের বেশি খেলতে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন আবরার। ৩টি উইকেট নেন নাসিম। একটি উইকেট যায় আফ্রিদির ঝুলিতে।