ওভালে মার্ফিকে একাদশে না দেখলে অবাক হবেন মুডি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম
২৫ মার্চ ২৫
আগামী ২৭ জুলাই থেকে দ্য ওভালে শুরু হচ্ছে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে টড মার্ফিকে চান টম মুডি। এই লেগ স্পিনারকে একাদশে না দেখলে অবাক হবেন বলেও জানিয়েছেন এই অজি কোচ।
এরই মধ্যে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওল্ড ট্রাফোর্টে চতুর্থ টেস্ট ড্র হওয়ার পরই অ্যাশেজের শিরোপা নিজেদের ঘরে রেখে দিয়েছে অজিরা। শেষ টেস্ট হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার সুযোগ নেই অস্ট্রেলিয়ার। তবুও অস্ট্রেলিয়াকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুডি।

চতুর্থ টেস্টে তিনজন পেসারের সঙ্গে দুজন অলরাউন্ডার খেলিয়েছিল অস্ট্রেলিয়া। ১০৭.৪ ওভারে তারা খরচা করেছিলেন ৫৯২ রান। ইংল্যান্ডের রানের লাগাম টানতেই স্কোয়াডে ভারসাম্য চান মুডি।
'আমার দিক থেকে মনে হচ্ছে আক্রমণটা ভারসাম্যহীন। মার্ফি দারুণ একজন তরুণ বোলার। সে নাথান লায়ন নয়। কিন্তু লায়নও শেন ওয়ার্ন নয়। মার্ফির নিজেকে নিজের পথ তৈরি করতে হবে। সে ইতোমধ্যে সেটা শুরু করেছে এবং বেশ সফলতার সঙ্গেই করেছে।'
সবাইকে অবাক করে দিয়ে অ্যাশেজের চতুর্থ টেস্টে কোনো স্পিনার ছাড়াই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এর বদলে একজন বিশেষজ্ঞ ব্যাটার খেলিয়েছিল অজিরা। এর কারণে বিপাকেও পড়তে হয়েছিল অজি অধিনায়ক প্যাট কামিন্সকে।
ইংল্যান্ডের ব্যাটাররা যখন উইকেটে খুঁটি গেঁড়ে বসে ছিলেন তখন একজন বাড়তি বোলারের জন্য হাঁসফাঁস করছিলেন কামিন্স। তবে তার হাতে কোনো উপায় ছিল না। মুডি মনে করেন স্বস্তি পেতেই শেষ টেস্টে অস্ট্রেলিয়ার উচিত মার্ফিকে দলে নেয়া।
এ প্রসঙ্গে অভিজ্ঞ এই কোচ বলেন, 'আমি অবাক হবো যদি ভারসাম্য তৈরি করতে তাকে দলে না নেয়া হয়। কিন্তু সেই সঙ্গে দলকে ভালো কম্বিনেশন তৈরি করতে সাহায্য করবে। চতুর্থ টেস্টে বিকল্প বোলারের জন্য মাঠের চার পাশে সে (কামিন্স) খুঁজছিল।'