গিল ১-৫ যেকোনো জায়গায় খেলতে পারে: জাফর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় ওয়াসিম জাফর
২৫ ফেব্রুয়ারি ২৫
পরিচয় ওপেনার হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়ান ডাউন ব্যাটার হিসেবে দেখা গেছে শুভমান গিলকে। অবশ্য ওয়াসিম জাফর মনে করেন গিলের মতো ব্যাটার ১ থেকে ৫ নম্বর যেকোনো জায়গায় খেলতে পারেন।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের আগে গিল নিজেই প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বলেছিলেন তিন নম্বরে ব্যাটিংয়ের আগ্রহের কথা। কোচও সেই প্রস্তাব মেনে নিয়েছিলেন। ওপেনিংয়ে পাঠানো হয়েছিল ইয়াসভি জায়সাওয়ালকে। জায়সাওয়াল সফল হলেও ব্যর্থ হয়েছেন গিল।
এই টপ অর্ডার ব্যাটার প্রথম টেস্টে এক ইনিংসে ব্যাট করে মাত্র ৬ রান করে আউট হন। দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকে এসেছে ১০ ও ২৯ রানের অপরাজিত ইনিংস। এমন পারফরম্যান্সের পর অনেকেই গিলকে তিন নম্বরে নড়বড়ে মনে করছেন।

ওয়াসিম জাফর অবশ্য তার প্রতি আস্থা রাখছেন। তিনি বলেন, 'সে ভালো খেলোয়াড়। তার মতো খেলোয়াড় ১-৫ সব জায়গায় খেলতে পারে। এটা করার আগে তার ভাবা উচিত ছিল। আমার মনে আছে সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৩-৪ নম্বরে খেলেছিল।'
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
গিলের তিন নম্বরে খেলার পেছনে যুক্তি দিয়ে জাফর বলেন, 'যাই হোক আমরা তাকে ওপেনিংয়ে ধারাবাহিক হতে দেখেছি। তিন নম্বর জায়গা বেঁছে নেয়ার সিদ্ধান্ত নেয়ায় আমি অবাক হইনি। আমাদের ওপেনারদের সমস্যা হচ্ছে ১৫০ ওভার ফিল্ডিং করে ১০ মিনিটের মধ্যে নতুন বল মোকাবেলা করতে হয়। তিন নম্বরে ব্যাট করতে এর থেকে কিছুটা রেহাই পাওয়া যায়।'
ওয়েস্ট ইন্ডিজে তিন ইনিংস মিলে ৪৫ রান করেছেন গিল ২২.৫ গড়ে। এমন পরিসংখ্যানের পর জাফর মনে করেন তিন নম্বরে থিতু হতে আরও কিছুটা সময় লাগবে গিলের। সফল হতে হলে ধীর গতির উইকেটেও গিলকে পারফরম্যান্স শক্ত করার পরামর্শ দিয়েছেন জাফর।
তার ভাষ্য, 'নিজের খেলাটাকে আরও শক্ত করতে হবে তাকে ধীর উইকেটে। মনে হয় তার কিছুটা অভ্যাস আছে এগিয়ে এসে খেলার। সে যদি এটার উন্নতি করতে পারে তাহলে এটা কোনো চিন্তার কারণ নয়। কিন্তু এই জায়গাটা তাকে শক্ত করতে হবে।'
গিল তার ১৮ টেস্টের ক্যারিয়ারে ৩২.২ গড়ে ৯৬৬ রান করেছেন। যদিও ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৬৫.৫৫। আর টি-টোয়েন্টিতে ৪০.৪০। এমনকি আইপিএলেও দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। সাদা পোশাকে সেই রঙিন ফর্ম টেনে আনতে সবরকমের চেষ্টাই করছেন গিল।