ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে হেটমায়ার, নেই পুরান-হোল্ডার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। টেস্টে ১-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দলকে। এবার দুই দল মুখোমুখি হতে চলেছে ওয়ানডে সিরিজে। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
দলে সবচেয়ে বড় চমক শিমরন হেটমায়ার। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ফিরে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ফেরানো হয়েছে তারকা পেসার ওশানে থমাসকেও। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর এবারই প্রথম ওয়ানডে খেলতে নামছে ক্যারিবীয়রা।
বাছাই পর্বের দলে থাকা নিকোলাস পুরান ও জেসন হোল্ডার দল থেকে বাদ পড়েছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে এই দুজন ওয়ানডে সিরিজের জন্য উপযোগী নন। এ কারনেই তাদের বাদ দিয়ে স্কোয়াড সাজানো হয়েছে।

এদিকে চোটের কারণে জায়গা হয়নি কিমো পলের। অবশ্য বাছাই পর্বে না থাকলেও চোট কাটিয়ে দলে ফিরেছেন জেইডেন সিলস ও ইয়ানিক কারিয়াহ। ফিরেছেন বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতিও। মূল দলের সঙ্গে অনুশীলনে ডাকা হয়েছে আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
এর মধ্যে রয়েছেন ডেনিস বুলি, রস্টন চেজ, ম্যাকেনি ক্লার্ক, কাভেম হজ, জাইয়ার ম্যাকেলিস্টার, ওবেড ম্যাকয় ও কেভিন উইকহ্যাম। আগামী ২৭ জুলাই বার্বাডোজের ব্রিজটাউনে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে। এরপর ২৯ জুলাই একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। আগামী পহেলা আগস্টে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), শেমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, রভম্যান পাওয়েল, আলজেরি জোসেফ, কেভিন সিনক্লিয়ার, আলিক আথানাজে, ব্র্যান্ডন কিং, ওসান থমাস, ইয়ানিক কারিয়াহ, কাইল মেয়ার্স, কেসি কার্টি, গুড়াকেশ মোতি, ডমিনিক ড্রেকস ও জেইডেন সিলস।