বৃষ্টিতে আক্ষেপ বাড়িয়ে ভারতের সিরিজ জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
ঝড়ের পূর্ভাভাস ছিল আগে থেকেই। সেই পূর্বাভাসই সত্যি হয়েছে। এর ফলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের শেষদিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি ড্র হয়েছে আর ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল।
বলা যায় বৃষ্টির কারণেই বড় হার থেকে রক্ষা পেয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। এই ম্যাচে আগে ব্যাট করে ৪৩৮ রানে অল আউট হয়েছিল ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত ২ উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

বড় লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে ক্যারিবীয়রা। শেষ দিন জিততে হলে ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। যদিও বৃষ্টি এর কোনোটাই হতে দিল না। এর মধ্যে দিয়ে ক্যারিবীয় দীপপুঞ্জে টানা ৫ সিরিজ জয়ের রেকর্ড গড়ল ভারত।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
অবশ্য কিছুটা আক্ষেপ থাকতেই পারে ভারতের। কারণ শেষ ম্যাচ ড্রয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খুইয়েছে তারা। তবে দুই ম্যাচেই পারফর্ম করে প্রায় সব পুরস্কারই নিজেদের করে নিয়েছেন ভারতের ক্রিকেটাররা। ৬০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ।
আর দুই ম্যাচে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচসেরার পুরষ্কার হাতে নিয়ে সিরাজ বলেছেন, ‘ফাস্ট বোলারদের জন্য এই উইকেটে কোনো সহায়তা ছিল না। এই কন্ডিশনে যখন আপনি সফল হবেন, তা আপনাকে আত্মবিশ্বাসী করবে। আমার পরিকল্পনাটা সহজ ছিল এবং তা আমি বাস্তবায়ন করেছি।’
দলে ছিলেন না জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির মতো তারকারা। তবে তাদের ছাড়াই যেভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সিরাজ তার প্রশংসা করেছেন রোহিত শর্মাও। ভারতীয় অধিনায়ক বলেন, ‘এটা দেখে ভালো লাগছে, বুমরাহ ও শামির অবর্তমানে সিরাজ যেভাবে পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছে। আমরা অনেক দিন ধরেই টেস্টে ভালো করছি, আশা করছি আমরা এটা ধরে রাখতে পারব।’