অ্যাশেজে রিজার্ভ ডে’র প্রস্তাবে আইসিসির ‘না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছে। এই টেস্টের ফলাফলই এবারের অ্যাশেজের ভাগ্য লিখে দিয়েছে। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া শেষ টেস্টে হারলেও অ্যাশেজ ধরে রাখবে। এমন অবস্থায় অ্যাশেজে রিজার্ভ ডে রাখার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
যদিও সেই প্রস্তাব ডালপালা মেলার আগেই নাকোচ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কারণ পাঁচ ম্যাচের সিরিজে রিজার্ভ ডে রাখতে হলে বাড়তি ১.৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২১ কোটি টাকা খরচা করতে হবে আয়োজকদের।

এমনকি ব্যস্ত সূচির কারণেও এমনটা সম্ভব হবে না বলে মনে করে আইসিসি ও ইসিবি। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি টেস্টের মধ্যে অন্তত ৩ দিনের বিরতি বাধ্যতামূলক। ইংল্যান্ডে টেস্ট আয়োজনে সবচেয়ে বেশি খরচা করতে হয় ভেন্যুর জন্য।
দ্য মেইল স্পোর্টস জানিয়েছে টেস্ট আয়োজন করতে প্রতিদিন ২ লাখ পাউন্ড খরচা হয় আয়োজকদের। এর বেশিরভাগ অংশই টিকিট বিক্রি ও আতিথেয়তার মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। বাড়তি একদিন খেলা হলে আয় না বাড়লেও খরচা বাড়বে। কারণ এক টিকিটি পুরো টেস্টই উপভোগের সুযোগ পান দর্শকরা।
এ ছাড়া ইসিবির ম্যাচ সম্প্রচারকারী সহযোগী স্কাই স্পোর্টসও ম্যাচ টেলিকাস্টের জন্য দেড় লাখ পাউন্ড খরচা করে প্রতিদিন। যদিও দ্য মেইল জানিয়েছে এই খরচ সম্পূর্ণ সম্প্রচারের বাইরে। বার্ষিক ২২০ মিলিয়ন পাউন্ডের চুক্তির অধীনে স্কাই রাইটস বাবদ ইসিবিকে প্রতি টেস্টের জন্য ১৫ মিলিয়ন পাউন্ড দিয়ে থাকে।
একদিন অতিরিক্ত খেলা হলে স্কাইকে এর চেয়ে বেশি অর্থ প্রদান করতে হবে ইসিবিকে। মূলত এসব বিষয় বিবেচনা করেই আইসিসির একটি সূত্র দ্য মেইলকে জানিয়েছে তারা রিজার্ভ ডে প্রবর্তন করতে গিয়ে টেস্টের মাঝে তিনদিনের বিশ্রামের সময়কে বাধাগ্রস্থ করতে চায় না।