জাফরের বিশ্বকাপ দলে ধাওয়ান, জায়গা নেই চাহালের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। সবগুলো দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বিশ্বকাপ দলে কারা কারা থাকছেন তাই এখন আলোচনার বিষয়। ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর তার পছন্দের বিশ্বকাপ স্কোয়াড তৈরি করে করেছেন।
বিশ্বকাপ দলে বিকল্প ওপেনার হিসেবে জাফরের পছন্দ জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার শিখর ধাওয়ান। দলে মূল ওপেনার হিসেবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রাখা হয়েছে শুভমান গিলকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে জায়গা হয়নি ধাওয়ানের।
এমনকি ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে ভারতের জার্সি গায়েও খেলেননি তিনি। সম্প্রতি জিও সিনেমার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের পছন্দের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই জানিয়েছেন মূল স্কোয়াডে ধাওয়ানকে রাখতে না পারলে বিকল্প ওপেনার হিসেবে তাকে অবশ্যই দলে রাখবেন জাফর।

এ প্রসঙ্গে জাফর বলেন, 'আমার তিন ওপেনার হবেন রোহিত শর্মা, শুভমান গিল ও শিখর ধাওয়ান। এমনকি ধাওয়ানকে দলে নেয়া না হলেও আমি তাকে বিকল্প ওপেনার হিসেবে রাখব। সে যদি শুরু থেকে নাও খেলে তাহলেও আমি বলব এটাই ঠিক আছে।'
মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় ওয়াসিম জাফর
২৫ ফেব্রুয়ারি ২৫
নিজের পছন্দের ব্যাটিং অর্ডার খোলাসা করে জাফর বলেছেন, 'বিরাট কোহলি তিন নম্বরে অবশ্যই। চারে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল পাঁচে এবং ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া। একাদশে আমার তিন স্পিনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। যদি সে (হার্দিক) ১০ ওভার বল করতে না পারে এবং সাত-আট ওভার বোলিং করে তাহলেই আমার জন্য যথেষ্ঠ।'
তিন স্পিনার হিসেবে জাদেজা, কুলদীপ ও অক্ষর থাকায় দলে জায়গা দেয়া হয়নি যুবেন্দ্র চাহালকে। তিন স্পিনারের জাফরের একাদশে জায়গা পাবেন দুজন পেসার। সে ক্ষেত্রে সাবেক এই ভারতীয় ব্যাটার একাদশে রেখেছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে। বিকল্প পেসার হিসেবে হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করবেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার একাদশে জসপ্রিত বুমরাহর সঙ্গে মোহাম্মদ সিরাজ বা মোহাম্মদ শামি থাকবে। আমি দুজন পেসার খেলাব, বুমরাহ এবং সিরাজ। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হার্দিক বল করবে। কারণ বিশ্বকাপ ভারতে হচ্ছে।'
ওয়াসিম জাফরের বিশ্বকাপ দল-
রোহিত শর্মা, শুভমান গিল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, সাঞ্জু স্যামসন ও শার্দুল ঠাকুর।