promotional_ad

সিরাজ-রোহিত-ইশানদের দাপটের ম্যাচে বৃষ্টির শঙ্কায় ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

কুইন’স পার্ক ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে ভারতের ??্রয়োজন আর মাত্র আট উইকেট। ৩৬৫ রানে লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কার প্রয়োজন আরও ২৮৯ রান। চতুর্থ দিনে বল হাতে ভারতের হয়ে আলো ছড়িয়েছেন মোহাম্মদ সিরাজ। আর ব্যাট হাতে দলকে এগিয়ে রেখেছেন রোহিত শর্মা- ইশান কিশানরা। যদিও এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নয়, শেষ দিনে ভারতের প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি।


স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সকালে ঝড়ো বৃষ্টি হতে পারে কুইন’স পার্ক ওভালের পুরো এলাকা জুড়ে। এই বৃষ্টি দুপুরের দিকে কমলেও শেষ বিকেল থেকে আবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনটা হলে পোর্ট অব স্পেন টেস্ট ড্র-ই হবে।


ডমিনিকায় সিরিজের প্রথম টেস্ট জেতার কারণে ভারত এই সিরিজটি ১-০ ব্যবধানে জিতবে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন হওয়ায় কার্লোস ব্র্যাথওয়েটের দলকে এই ম্যাচেও হারাতে চাইবে ভারত।


promotional_ad

ম্যাচটির চতুর্থ দিনেও বৃষ্টি বাগড়া দেয়। সারা দিনে খেলা হয় মাত্র ৬৪ ওভার। এর মধ্যে ২৪ ওভার ব্যাটিং করে দুই উইকেটে ১৮১ রান তোলে ভারত। তারপরই ইনিংস ঘোষণা করে তারা। দলটির রানরেট ছিল ৭.৫৪, যা টেস্টের এক ইনিংসে ন্যূনতম ২০ ওভার ব্যাটিং করা দলগুলোর মধ্যে সর্বোচ্চ।


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

দ্রুত রান তোলায় অবশ্য আরেকটি রেকর্ড গড়ে ভারত। রোহিত এবং ইয়াশভি জায়সাওয়ালের উদ্বোধনী জুটিটি মাত্র ৭১ বলেই ভারতের দলীয় সংগ্রহ একশতে এনে দেয়। এটাও বিশ্বরেকর্ড। টেস্ট ইতিহাসে এটাই দ্রুততম দলগত সেঞ্চুরি।


রোহিতের ব্যাটে আসে ৪৪ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস। জায়সাওয়াল করেন ৩০ বলে ৩৮ রান। এ ছাড়া ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন পুরো সিরিজে সেভাবে সুবিধা না করতে পারা শুভমান গিল। ইশান কিশানের ব্যাটে আসে ৩৪ বলে ৫২ রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংস।


এই সিরিজে টেস্ট অভিষেক হওয়া ইশানের এটিই ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি। আগের দিন পাঁচ উইকেটে ২২৯ রানে থাকা ওয়েস্ট ইন্ডিজ এ দিন অলআউট হয় ২৫৫ রানে। মূলত সিরাজের তোপের মুখে দাঁড়াতে পারেনি দলটি।


৬০ রান খরচায় পাঁচ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ৭৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫২ বলে ২৮ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে ফিরে গেছেন ব্র্যাথওয়েট। শূন্য রানে অভিষিক্ত কার্ক ম্যাকেঞ্জিকেও ফিরিয়েছেন অশ্বিন। ত্যাগনারায়ন চন্দরপল ২৪ ও জার্মেইন ব্ল্যাকউড ২০ রানে ব্যাটিংয়ে আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball