সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে মন্ট্রিয়েলের জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচেও সেই পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার দারুণ পারফরম্যান্সে মিসিসাউগা প্যানথার্সকে সাত উইকেটে হারায় মন্ট্রিয়েল টাইগার্স।
টস জিতে আগে ফিল্ডিং বেছে নেয় সাকিবের দল মন্ট্রিয়েল। মিসিসাউগাকে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪০ রানে বেধে রাখে তারা। সাকিব ৪ ওভার বোলিং করে ২৮ রান দেন, পাশাপাশি একটি উইকেটও নেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়েল। যদিও দলটির ওপেনার ক্রিস লিনের ৪৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংসে জয়ের কক্ষপথে থাকে তারা। গত ম্যাচের মতো এই ম্যাচের তিন নম্বরে নামেন সাকিব।
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৭ ঘন্টা আগে
২৪ বলে ৫ চার ও দুটি ছয়ে ৩৬ রান আসে তার ব্যাটে। এর মধ্যে প্রবীণ কুমারের করা একটি ওভারে ২১ রান নেন সাকিব। লিনের সঙ্গে তার এমন ঝড়ো ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে মন্ট্রিয়েল।
প্রথম ম্যাচেও জিতেছিল সাকিবের দলটি। বাংলাদেশের অলরাউন্ডার প্রথম ম্যাচে বল হাতে ১৮ রানে তিন উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স অব্যাহত রাখেন তিনি।
এদিকে গতকাল লিটন দাসেরও খেলা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে তার দল সারে জাগুয়ার্সের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।